ওয়েস্ট ই๊ন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে দুরন্ত হ্যাটট্রিক করেন কেশব মহারাজ। প্রোটিয়া স্পিনার ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ৩৭তম ওভারে এমন কৃতিꦓত্ব অর্জন করেন। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিনি ফিরিয়ে দেন যথাক্রমে কায়রান পাওয়েল, জেসন হোল্ডার ও জোশুয়া ডা'সিলভাকে।
ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হ্যাটট্রিক করার সঙ্গে সঙ্গে একাধিক রেকর্ড গড়েন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বোলার তথা প্রথম স্পিনার হিসেবে টেস্টে পরপর তিন বলে তিনটি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। হ্যাটট্রিক পূর্ণ করার পর সতীর্থদের সঙ্গে কেশবের সেলিব্রেশন ছিল দেখা𒊎র মতো।
হ্যাটট্রিকের পর যে রেকর্ডগুলি গড়েন কেশব:-
১. দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন কেশব মহারাজ। ১৯৬০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রোটি⛦য়া ক্রিকেটার হিসেবে টেস্ট হ্যাটট্রিক করেছিলেন জিওফ গ্রিফিন। ৬১ বছরের খরা কাটিয়ে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন কেশব।
২. দক্ষিণ আফ্রিকার ♛হয়ে টেস্টে🀅 হ্যাটট্রিক করা প্রথম স্পিনার হলেন কেশব মহারাজ। গ্রিফিন ছিলেন ডানহাতি পেসার।
৩. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট হ্যাটট্রিক করা প্রথম স্পিনারে পরিণত হলেন কেশব। তাঁর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও ৬ জন বোলার টেস্টে হ্যাটট্রিক করেছেন। তবে প্রত্যেকেই ছিলেন পেসা💫র।
৪. ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই প্রথম কোনও স্পিনার টেস্টে হ্যটট্রিক করেন। কেশব মহারাজই হলেন সেই প্রথম স্পিনার। এর আগে ওয়েস্ট ইন্ডিজে আরও তিনজন বোলার হ্যাটট্রিক করেন। তাঁরা প্রত্যেক𝓀েই ছিলেন পেসার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।