প্রথম টেস্🌱টে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস ও ৬৩ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার দ্বিতীয় টেস্টে ১৫৮ রানে জয় তুলে নিয়ে দু'ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেন প্রোটিয়ারা।
সেন্🗹ট লুসিয়ায় দ্ꦫবিতীয় টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৯৮ রান তোলে। এলগার ৭৭ ও ডি'কক ৯৬ রান করেন। রাবাদা নট-আউট থাকেন ২১ রানে। ৩টি করে উইকেট নেন মায়ের্স ও রোচ।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্🌟রথম ইনিংসে ১৪৯ রানে অল-আউট হয়ে যায়। ব্ল্যাকউড ৪৯ ও শাই হোপ ৪৩ রান করেন। মালডার ৩টি এবꦫং রাবাদা, এনগিদি ও কেশব ২টি করে উইকেট নেন।
১৪৯ রানে এগিয়🎃ে থেকে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ১৭৪ রানে। ভ্যান ডার দাসেন ৭৫ ও রাবাদা ৪০ রান করেন। রোচ ৪টি ও মায়ের্স ৩টি উইকেট নেন।
জয়ের জন্য ৩২৪ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্𝔉ট ইন্ডিজে। তারা শেষ ইনিংসে অল-আউট হয়ে যায় ১৬৫ রানে। পাওয়েল ৫১ ও মায়ের্স ৩৪ রান করেন। কেশব মহারাজ হ্যাটট্রিক-সহ ইনিংসে ৫ উইকেট নেন। ৩টি উইকেট দখল করেন রাবাদা।
ম্যাচের সেরা রয়েছেন ব্যাটে-বলে সফল কাগিসো রাবাদা। সিরিজ সেরার পুরস্কার হাতে�🌳� উঠেছে কুইন্টন ডি'ককের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।