ক'দিন আগে চলতি মহিলা বিশ্বকাপের ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দিয়েন্দ্রা ডটিনের ধরা একটি ক্যাচ ক্রিকেটপ্রেমীদের যারপরনাই আপ্লুত করে। পয়েন্টে ফিল্ডিং করার সময় শূন্যে শরীর ছুঁড়ে ক্যারিবিয়ান তারকার ন🐭েওয়া ক্যাচটিককে সর্বকালের অন্যতম সেরা ক্যাচ বলে আখ্যা দেওয়া হচ্ছিল। সেই রেশ কাটতে না কাটতেই মেয়েদের বিশ্বকাপে ফের দেখা গেল অবিশ্বাস্য ফিল্ডিংয়ের নমুনা।
এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে ম্যাডি গ্রিন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় এলিস পেরির যে ক্যাচটি ধরেন, তা এবারের বিশ্বকাপের অন্যতম সে🍃রা ক্যাচ সন্দেহ নেই। টুর্নামেন্টের সেরা ক্যাচের লড়াইয়ে ডটিনের সঙ্গে নিশ্চিত টক্কর দেবেন গ্রিন।
ওয়েলিংটনে অস্ট্রেলিয়া ইনিংসের ৪৪.৬ ওভ🉐ারে লি তাহুহুর বল তুলে মারেন হাফ-সেঞ্চুরি করা꧋ এলিস পেরি। তবে লং-অনে ফিল্ডিং করা ম্যাডি গ্রিন অনেকটা দৌড়ে এসে শূন্যে শরীর ছুঁড়ে বল তালুবন্দি করেন। ব্যক্তিগত ৬৮ রানের মাথায় সাজঘরে ফিরতে হয় পেরিকে।
এর আগে দুনেদিনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ব্রিটিশ ইনিংসের ৮.১ ওভারে শামিলিয়া কনেলের বলে কাট শট খেলেন উইনফিল্ড-হিল। তবে যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় বল হাওয়ায় ভাসিয়ে ফেলেন তিনি। পয়েন্টে ফিল্ডিং করা ডটিন নিজের বাঁ-দিকে শূন্য ঝাঁপিয়ে উড়ন্ত অবস্থাতেই 🎉এক হাতে ক্যাচ ধরেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।