অবশেষে চলতি মহিলা বিশ্বকাপে পয়েন্টের খাতা খুলল পাকিস্তান। ৮ দলের টুর্নামেন্টের বাকি ৭টি দল আগেই জয়ের স্বাদ পেয়েছিল। শেষমেশ ও♔য়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করেন বিসমাহ মার🍸ুফরা।
যদিও এই জয়ের ফলে লিগ টেবিলে প🍷াকিস্তানের অবস্থান বদল হয়নি। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তারা আগের মতোই একেবারে শেষে রয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন করে তুলল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ আপাতত 🍷৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে বহাল রয়েছে।
৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে যথারীতি লিগ টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৪ মꦐ্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স༺্থানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ভারত। লিগের খেলার শেষে পয়েন্ট টেবিলের প্রথম চারটি দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। অস্ট্রেলিয়া অবশ্য ইতিমধ্যেই শেষ চারের টিকিট পকেটে পুরেছে।
আইসিসি মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিল:-
১. অস্ট্রেলিয়া: ম্যাচ-৫, জয়-৫, হার-০, পয়েন্ট-১০ (নেট রান-রেট: +১.৪২৪)।
২. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৪, জয়-৪, হার-০, পয়েন্ট-৮ (নেট রান-রেট: +০.২২৬)।
৩. ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-৬, জয়-৩, হার-৩, পয়েন্ট-৬ (নেট রান-রেট: -০.৮৮৫)।
৪. ভারত: ম্যাচ-৫, জয়-২, হার-৩, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +০.৪৫৬)।
৫. ইংল্যান্ড: ম্যাচ-৫, জয়-২, হার-৩, পয়েন্ট-৪ (নেট রান-রেট: ০.৩২৭)।
৬. নিউজিল্যান্ড: ম্যাচ-৬, জয়-২, হার-৪, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -০.২২৯)।
৭. বাংলাদেশ: ম্যাচ-৪, জয়-১, হার-৩, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.৩২৪)।
৮. পাকিস্তান: ম্যাচ-৫, জয়-১, হার-৪, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.৮৭৮)।
*বিশ্বকাপের ২০ ন🦩ম্বর ম্যাচের (পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ) শেষে পয়েন্ট টেবিলের অবস্থান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।