ইংল্যান্ডের কাছে মুলতান টেস্টে হেরে বিশ্ব টেসꦰ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা নিতান্ত কঠিন করে ফেলল পাকিস্তান। খাতায়-কলমে বাবর আজমরা টিকে রয়েছেন দৌড়ে। তবে তার জন্য লড়াইয়ের প্রথম সারিতে থাকা দলগুলিতে নিত🐲ান্ত খারাপ ফলাফল করতে হবে তাদের বাকি ম্যাচগুলিতে।
পাকিস্তানের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই কার্যত চতুর্মুখী হয়ে দাঁড়ায়। আসন্ন অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের ফলাফলের নিরিখে কোনও একদল ফাইনালের খুব কাছে পৌঁছে যেতে প𒆙ারে। তাদের সঙ্গে টক্কর দেবে ভারꦗত ও শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার প্রথম দুইয়ে থাকা নিশ্চিত দেখাচ্ছে এখন থেকেই।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি টেস্ট খেলার পরেই ভারত সফরে ৪টি ম্যাচ খেলবে। তারা অন্তত ২টি টেস্ট জিতলে এবং ১টি ড্র করলেই ৬০ শতাংশের উপরে রেখে দেবে নিজেদের 🎐পয়েন্ট সংগ্রহের হার। সেক্ষেত্রে ফাইনালে যেতে অসুবিধা হবে না অজিদের।
দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার সফরের ৩টি টেস্টে নিতান্ত মন্দ না খললে তারা ফাইনালের দৌড়ে থাকবে শেষ পর্যন্ত। শ্রীলঙ্কার বাকি রয়েছে ২টি ম্যাচ। নিউজি𒉰ল্যান্ডের সফরের ২টি টেস্টে জিতলে তবেই যথার্থ সুযোগ থাকবে সিংহলিদের কাছে। ভারত এক্ষেত্রে বাংলাদেশ ও অস্ট্র🎐েলিয়ার বিরুদ্ধে বাকি ৬টি টেস্টের মধ্যে ৫টিতে জিতলেই ফাইনালে জায়গা করে নেওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠবে।
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরু💞দ্ধে তাদের বাকি ৩টি টেস্ট জিতলেও পাকিস্তানের পক্ষে শতকরা ৫৫ পয়েন্টের উপরে পৌঁছনো সম্ভব নয়। সুতরাং, প্রথম চারটি দল এ⭕কের পর এক টেস্ট ড্র না করলে বাবরদের পক্ষে ফাইনালে যাওয়া সম্ভব নয়।
আপাতত ইংল্যান্ডের কাছে মুলতান টেস্ট হেরে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে পিছ🌼লে যায় পাকিস্তান। ইংল্ꦅযান্ড উঠে আসে পাঁচ নম্বরে। লিগ টেবিলের প্রথম চারটি স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ভারত।
আরও পড়ুন:- PAK vs ENG:ꦡ 'কিং না ঘণ্টা', মুলতানে বাবরকে 'জিম্বাবর' বলে বিদ্রুপ দর্শকদের, ভিডিয়ো
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেটেড পয়েন্ট টেবল:-১) অস্ট্রেলিয়া: ম্যাচ-১২, জয়-৮, হার-১, ড্র-৩, পয়েন্ট-১০৮, পয়েন্টের শতকরা হার- ৭৫.০০।২) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১০, জয়-৬, হার-৪, ড্র-০, পয়েন্ট-৭২, পয়েন্টের শতকরা হার- ৬০.০০।৩) শ্রীলঙ্কা: ম্যাচ-১০, জয়-৫, হার-৪, ড্র-১, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৫৩.৩৩।৪) ভারত: ম্যাচ-১২, জয়-৬, হার-৪, ড্র-২, পয়েন্ট-৭৫, পয়েন্টের শতকরা হার- ৫২.০৮।৫) ইংল্যান্ড: ম্যাচ-২১, জয়-৯, হার-৮, ড্র-৪, পয়েন্ট-১১২, পয়েন্টের শতকরা হার- ৪৪.৪৪।৬) পাকিস্তান: ম্যাচ-১১, জয়-৪, হার-৫, ড্র-২, পয়েন্ট-৫৬, পয়েন্টের শতকরা হার- ৪২.৪২।৭) ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-১১, জয়-৪, হার-৫, ড্র-২, পয়েন্ট-৫৪, পয়েন্টের শতকরা হার- ৪০.৯১।৮) নিউজিল্যান্ড: ম্যাচ-৯, জয়-২, হার-৬, ড্র-১, পয়েন্ট-২৮, পয়েন্টের শতকরা হার- ২৫.৯৩।৯) বাংলাদেশ: ম্যাচ-১০, জয়-১, হার-৮, ড্র-১, ꧂পয়েন্ট-১৬, পয়েন্টের শতকরা হার- ১৩.৩৩।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।