চার ওভারে ২৬ রানের বিনিময়ে আগ্রাসী ভূমিকায় ব্যাট করা সেট মার্টিন গাপ্তিলের উইকেট নিয়ে জাতীয় দলে কামব্যাকটা ভালভাবেই করেছেন যুজবেন্দ্র চাহাল। শ্রীলঙ্কা সফরে খ༒েললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাননি চাহাল। তবে এবারের বিশ্বকাপ দলে জায়াগা না পেলেও পরের বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে তিনি দলে অবশ্যই থাকবেন বলে মনে করেন দীনেশ কার্তিক।
ভারতের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পরই আইপিএলের দ্বিতীয় ভাগে মরুশহরে দারুণ বল করেন এই লেগস্পিনার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ সুযোগ পেয়ে সেই ফর্মই বজায় র✱াখলেন চাহাল। তাঁকে কামব্যাক করতে দেখে খুশি কার্তিক। Cricbuzz-কে কার্তিক জানান, ‘ওরে ফিরতে🐎 দেখে দারুণ লাগছে। ও ভালভাবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে। ভারতের ও সেরা লেগ স্পিনার এবং যেভাবে ও আইপিএলে বল করেছে, তা খুব ই প্রশংসনীয়। চাহাল তো দাবাও খেলে। দাবাড়ুরা সবসময় বাকিদের থেকে দুই ধাপ আগে থাকে। আমার এই কারণেই ওকে আরও বেশি পছন্দ।’
১১ 💦মাসে ফাস্ট বোলিং সহায়ক অস্ট্রেলিার পিচে বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও চাহালকে সেই দলে ইতিমধ্যেই দেখছেন কার্তিক। নতুন টি-টোয়ন্টি অধিনায়ক রোহিত শর্মা এবং চাহালের সম্পর্কের কথা জানিয়ে কার্তিকের দাবি, ‘বিদেশের মাটিতেও ও ভাল বোলার। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত পরবর্তী বিশ্বকাপে ভারতের দল বাছাইয়ের সময় ওর এই দক্ষতাগুলিকে মাথায়া রাখা দরকার। আমি নিশ্চিত পরবর্তী বিশ্বকাপের বিমানে ও থাকবেই। রোহিতও ওকে অনেক ভরসা করে এবং মাঠ হোক বা মাঠের বাইরে. ওদের অনেক সময়ই একে অপরের সঙ্গে কথা বলা ও বিভিন্ন বিষয়ে আলোচনা করতে দেখা যায়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।