চালক লাগবে না। নিজে নিজেই চলবে গাড়ি। কয়েক বছর আগেও এটি কল্পবিজ্ঞানের পাতায় ছিল। তবে টেসলার দৌলতে এখন তা বাস্তব। আরও কম দামের গাড়িতেও এই ফিচার আসতে শুরু করেছে। এবার ভারতেও এমন স্ব-চালিত গাড়ি প্রকাশ করল এক স্টার্টআপ সংস্থা। বেঙ্গালুরুর এক AI স্টার্টআপ মাইনাস জিরো একটি 'জেডপড'-এর প্রদর্শনী করেছে। বাক্সের আকৃতির এই পড সম্পূর্ণ নিজে নিজেই চলতে সক্ষম। এমনটাই দাবি সংস্থা। সব ধরনের রাস্তায় এবং আবহাওয়ার মধ্যেই চলবে এই গাড়ি। সৌজন্যে, তার ক্যামেরা ও সেন্সরের প্রযুক্তি। আরও পড়ুন: YouTube-এ নিজের সংস্থারই সমালোচন൩া করে ভিডিয়ো, চাকরꩵি খোয়ালেন Tesla কর্মী
মাইনাস জিরো জেডপডের অন্যতম ফিচার হল, এতে কোনও স্টিয়ারিং হুইলই নেই। অর൩্থাত্, টেসলার মতো গাড়ি চালানোর আলাদা করে কোনও ব্যবস্থা নেই। তার পরিবর্তে, এটি সম্পূর্ণ রূপেই, পুরো রাস্তাই নিজে নিজে চলতে সক্ষম। হাই-রেজোলিউশন ক্যামেরার মাধ্যমে, পারিপার্শ্বিক ট্রাফিক পরিস্থিতি যাচাই করে নিজে নিজেই চলবে এই গাড়ি। অর্থাত্ সম্পূর্ণ রূপে মানুষের হস্তক্ষেপ ছাড়াই চলতে পারবে এই গাড়ি। সংস্থা জানিয়েছে, গাড়িটির 'লেভেল ৫' অটোনমি আছে। যার কারণে সম্পূর্ণ মানুষের সাহায্য ছাড়াই গন্তব্যে পৌঁছে দেবে এই গাড়ি।
zPod-এর ক্যামেরা-সেন্সর স্যুটের মাধ্যমে গাড়ির আশেপাশের রিয়েল-টাইম ছবি উঠতে থাকে। গাড়িতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) সেই ডেটা বিশ্লেষণ করে। Al তারপর রাস্তায় বাধা বিপত্তি এড়াতে এবং গাড়ি নেভিগেট করে। Google-এর Waymo এবং অন্য সংস্থার তৈরি করা গাড়িগুলির থেকে z꧂Pod অনেকটাই আলাদা। কেন? কারণ Minus Zero দামি সেন্সরের পরিবর্তে ক্যামেরা🍒 প্রযুক্তির উপর নির্ভর করে। সেই কারণে উত্পাদনের খরচও কম হবে।
আপাতত অফিস ক্যাম্পাস বা বড় আবাসন কমপ্লেক্সের মতো আবদ্ধ এবং নিয়ন্ত্রিত এলাকারতেই পরিবহণের মাধ্যম হিসাবে zPod-কে তুলে ধরছে সংস্থা। আরও পড়ুন: Video: টেসলার চালকের আসনে বসে গভীর ঘুম, হাইওয়ে দিয়ে ছুটছে গাড়ি,🦂 ত𝓡ারপর যা হল…
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক