সংস্থার ক্ষতি বাড়ছে। খরচে তাই রাশ টানা প্রয়োজন। আর তার শ্রেষ্ঠ উপায় একটাই। ছাঁটাই। এক ভিডিয়ো কলেই প্রায় ৩ হাজার কর্মীর নামে লাল কালি দিল এক মার্কিন সংস্থা। নাম, Better.com। তবে কর্মীদের বেটারমেন্টের জন্য যে সংস্থাটি খুব একটা চিন্তিত নয়, তা বলাই যায়। উল্লেখ্য, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে মার্কিন ও ভারতীয়রা, উভয়েই আছেন।এই প্রথম নয়। এর আগেও এক কলেই ৯০০ কর্মীকে ছাঁটাই করে দিয়েছিল এই মার্কিন সংস্থা। নিউ ইয়র্ক ভিত্তিক মর্টগেজ সংস্থা এটি। সংস্থার অন্তর্বর্তিকালীন সভাপতি কেভিন রায়ান জানিয়েছেন, সুদের হার বাড়তে থাকায় তাঁদের কোম্পানি বিপুল ক্ষতির সম্মুখীন। তাই এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা।'আমরা খরচ কমাতে কাজের পরিধি কমাচ্ছি। তাই বাধ্য হয়েই কর্মীদের সংখ্যা কমাতে হচ্ছে,' জুম কলেই ব্যাখ্যা দিলেন তিনি। লাল খাতায় থাকা কর্মীদের আপাতত ৬০-৮০ দিনের সময় দেওয়া হয়েছে। বেতনও পাবেন। এই সময়পর্বে অন্য কাজ খুঁজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।গত বছরের ডিসেম্বরে বেটার ডট কম-এর সিইও বিশাল গর্গ এমনই এক জুম কলে কর্মীদের ডাকেন। তারপর আবেগঘনভাবে ছাঁটাইয়ের ঘোষণা করেন। মাত্র ১ মিনিটের কল ছিল সেটি। আর সেটাই মুহূর্তে বদলে দিয়েছিল ৯০০ জনের জীবন। সেবার জুম কলের ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তারপর এমন অনিশ্চিত স্থানে কাজ করবেন না বলে বেটার ডট কম ছেড়ে অন্য কাজ খুঁজে নেন। তবে সেসব বিষয়ে যে সংস্থা উদাসীন, তা বলাই বাহুল্য। তাঁদের কাছে কর্মীরা কেবলই ব্যালেন্স শীটের কিছু সংখ্যা মাত্র। তাই এত সমালোচনার পরেও তিন গুণ বেশি কর্মী ছেঁটে ফেলল বেটার ডট কম।