দীপাবলি সেলিব্রেট করার জন্য টয়লেট বানালেন ব্যক্তি। ডিজিটাল ভাবেই তাক লাগাতে চেয়েছিলেন আলোর উৎসবে। ꦚকিন্তু পরিণাম পেলেন অন্য। প্রশংসা না করে হাসছেন নেটিজেনরা।
ঠিক কী ব্যাপার
বেꦿঙ্গালুরুর একজন ইঞ্জিনিয়ার জিপিএস ব্যবহার করে, মাটির প্রদীপ আঁকতে চেয়েছিলেন। প্রদীপের আকার দেওয়ার জন্য ইন্দিরানগর এবং কোডিহাল্লির মধ্যে ৫ কিলোমিটার পথ দৌড়োন তিনি। দীপাবলি উদযাপনের জন্য এইভাবেই একটি সৃজনশীল উপায় দেখাতে চেয়েছিলেন তিনি। ক🗹িন্তু তা আর হল না।
এই ব্যক্তির নাম তিলক রেড্ডি। একজন উৎসাহী রানার তিনি। প্রায়শই শরীর ফিট রাখতে ৫ কিমি করে দৌড়োন ত𒐪িনি। কিন্তু এই দীপাবলির আগে কখনও জিপিএস আর্ট চেষ্টা করেননি। এবার করলেন। ম্যাপ দেখে, এমনই পথের সন্ধান পেলেন, যা দেখতে ছিল একেবারেই প্রদীপের মতো। জানা গিয়েছে, দীপাবলির দিয়া ব🎐ানাতে মাত্র ৩৪ মিনিটেই তাঁর দৌড় সম্পূর্ণ করেন তিলক। এরপরেই নিজের রুটের ম্যাপও শেয়ার করেন ম্যাপে।
আরও পড়ুন: (Challan Scam Alert: চালানের নামে লোট🃏া হচ্ছে লাখ টাকা! এই মেসেজ এলেই সাবধান🗹 হয়ে যান)
এখানে দেখুন ভাইরাল পোস্টটি
খুব দ্রুত গতিতে ভাইরাল হয়ে গিয়েছে পোস্টটি।
আরও পড়ুন: (New Payment 𓂃Process: হাতের তালু🤡 স্ক্যান করলেই হয়ে যাচ্ছে পেমেন্ট, ফের প্রযুক্তিতে চমক দিল চিন)
নেটিজেনদের হাস্যকর প্রতিক্রিয়া
টেকির কীর্তি দেখে হেসে খুন নেটিজেনরা। রেড্ডি ভেবেছিলেন, তাঁর এমন দুর্দান্ত কর্মকাণ্ড দেখে, তাঁর সৃজনশীল ধারণা প্রশংসা পাবে, কไিন্তু তার বদলে এমন প্রতিক্রিয়া এল, এমনটা প্রত্যাশাই করেননি। দীপাবলির প্রদীপের ডিজাইন দেখে অনেকেই হাস্যকর মন্তব্য করেছেন। একজন ব্যক্তি রসিকতা করে লিখেছেন, এটি তো একেবারেই একটি টয়লেটের মতো দেখতে, একটি অদ্ভুত আকৃতির টয়লেট। অন্য একজন যোগ করেছেন, এটি ডকার লোগোর মতো দেখাচ্ছে। আবার একজন ব্যক্তি বলেন, যদি কেউ আমার জন্য এটি করতে পারত।
বলা♛ বাহুল্য, নেটিজেনদের রসিকতার ঝড় কিন্তু এখানেই থামেনি। একজন ব্যক্তি বলেন, 'এটি ইউএসএ-তে আমার স্টেটের মানচিত্রের মতো দেখাচ্ছে। এখানে আরও অন্য একজন মজা করে পরামর্শ দিয়ে বলেন,✅ কিছু পরিবর্তনের করে দিলেই, এটি একটি দুর্দান্ত এফওয়ান ট্র্যাক তৈরি করে ফেলবে। কিন্তু একজন ব্যক্তি কিছুটা সিরিয়াস হয়েই দাবি করেন, আপনার আরও কিছুটা দৌড়োনো উচিত ছিল, তবেই এটি প্রদীপের মতো দেখাতো, নাহলে এটি তো একটি টয়লেটের মতো দেখাচ্ছে।