বড়সড় স্বস্তি পেল আর্থিক ভারে জর্জরিত টেলিকম সংস্থাগুলি। টেলিকম সংস্থাগুলিকে চার বছরের মোরেটোরিয়াম প্রদানের উপর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) এবং স্পেকট্রাম বাবদ যে টাকা বকেয়া আছে, তা ধরা হবে। সেই মোরেটোরিয়ামের উপর সুদ প্রদান করতে হবে। যা কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে।বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘টেলিকম ক্ষেত্রে ন'টি কাঠামোগত সংস্কার এবং পাঁচটি প্রক্রিয়াগত সংস্কারে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সেই সংস্কারের ফলে পুরো টেলিকম ক্ষেত্রের কাঠামো পালটে যাবে। যা টেলিকম ক্ষেত্রকে আরও গভীর ও বিস্তৃত করবে।’সকাল থেকেই বিভিন্ন মহল থেকেই জল্পনা ছড়িয়েছিল, টেলিকম ক্ষেত্রে মোরেটোরিয়ামের ঘোষণা করতে পারে কেন্দ্র। সেই খবর সামনে আসার পরই বুধবার শেয়ার বাজারে চাঙ্গা হয়েছে ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেল। দুপুর ১ টা ১৫ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) দুই সংস্থার শেয়ার তিন শতাংশেরও বেশি উঠেছে। বুধবার শেয়ার বাজারে রেকর্ড গড়েছে ভারতী এয়ারটেল। চলতি বছরে এখনও পর্যন্ত ৪৩ শতাংশের বেশি উত্থানের সাক্ষী থেকেছে। বম্বে স্টক এক্সচেঞ্জে সংস্থার শেয়ার সর্বকালীন সেরা ৭২৯ টাকায় পৌঁছে গিয়েছে। মঙ্গলবার বাজার বন্ধের পর আজ দুপুর পর্যন্ত (দুপুর ১ টা ১০ মিনিট) ভারতীয় এয়ারটেলের শেয়ারের দাম পাঁচ শতাংশ বেড়েছে।