SBI-এর গ্রাহকদের মধ্যে অনলাইন লেনেদেনকারীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। অনলাইনে লেনদেনের ক্ষেত্রে SBI গ্রাহকদের একꦰটি ꧃খুব কমন সমস্যা হল পাসওয়ার্ড এবং ইউজারনেম ভুলে যাওয়া।
এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে প্রবেশ করতে হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবেই। কিন্তু সেটি যদি ভুলেই গিয়ে থাকেন, সেক্ষেত্রে কীভাবে হবে? বিশেষত ফোনে Yono অ্যাপ অনেকদিন পর খুলতে গিয়ে অনেকেই এই সমস্যার মুখে পড়েন। আরও পড𓆉়ুন: সময়ের আগে FD ভাঙবেন? জরিমানার নিয়🗹ম জানুন
ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়া অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন না। SBI ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবার জন্য রেজিস্ট্রেশন করার পরেই ব্যাঙ্ক থেকে একটি বিশেষ ইউজার আইডি 𝔍এবং পাসওয়ার্ড দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ডিফল্ট পাসওয়ার্ড এবং ইউজার আইডি অবশ্যই আপডেট করা উচিত্।
ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেলে কী হবে? অন্য কোন ইউজার আইডি বা 🔴পাসওয়ার্ড দিয়েই কিন্তু সেই অ্যাকাউন্টে আর প্রবে🍨শ করা যাবে না।
তবে চিন্তা নেই। খুব সহজেই এটি রিকভার করা সম্ভব।
১. কয়েকটি সহজ স্টেপ মেনে চললেই, আপনার ইউজার নেম রিকভার করতে পারবেন। আর তা💟রপর লগইন এবং প্রোফাইল পাসওয়ার্ড নতুন করে সেট করতে পারবেন।
২. এর জন্য প্রথমে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট //www.onlinesbi.com-এর লগ ইন পেজে যান। গুগলে সার্চ করে বা অন্য কোনও লিঙ্ক থেকে এই সাইট খুলবেন না। সরাসরি আপনার নিরাপদ ডিভা🉐ইসের ব্রাউজারের সার্চ বক্সে উপরের অ্যাড্রেসটি টাইপ করে খুলুন। ইউজার আইডি র൲িকভার করার জন্য সেখানে একটি অপশন দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।
৩. পাসবুক নিয়ে বসবেন। কেন?෴ কারণ সেখান থেকে আপনার CISF নম্বরটি টাইপ করতে হবে🌞।
৪. আপনার দেশ সিলেক্ট করুন। এরপর অ্যাকাউন্টের সঙ্গে রেজ✱িস্টার্ড ফোন নম্বরটি লিখুন।
৫. ক্যাপচা কোড লিখুন এবং ডিটেইলস জমা দিন।
৬. আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে এরপর একটি OTP এওসে যাবে। নির্দি𓃲ষ্ট বক্সে তা লিখুন এবং Confirm করুন।
৭. এটি কর♌ার সঙ্গে সঙ্গেই আপনার রেজিস্টার্ড নম্বরে ইউজারনেম এসে যাবে। পেজেও এসে যাবে।
আরও পড়ুন: SBI Share: মালামাল রিটার্ন দিচ্ছে স্টেট ব্যাঙ্কের শেয়া💜র! ꦇ৪৩৫ থেকে বেড়ে ৬৩০ টাকা