Maruti Ertiga এন্ট্রি লেভেল কমপ্যাক্ট এমপিভির সেগমেন্টে সব🅠চেয়ে জনপ্রিয়। সেই জনপ্রিয় মডেলের নয়া ফেসলিফট আনছে মারুতি সুজুকি। Maruti Suzuki Ertiga-এর দশম বার্ষিকীতেই আনা হচ্ছে এই নয়া ফেসলিফট।
নতুন Ertiga-এ প্যাডেল শিফটার-সহ একটি সিক্স-স্পিড অটোম্যাটিক ট্রান্সমিশনের থাকছে। সঙ্গে সুজুকি কানেক্ট এবং সাত🐠 ইঞ্চি স্মার্টপ্লে প্রো টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের মতো প্রযুক্তি থাকছে।
নেক্সট-জেন আর্টিগার বিষয়ে জানালেন, মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসাশি তাকেউচি। তিনি বলেন, '১০ 🅷বছর আগে আর্টিগার লঞ্চ হয়েছিল। এটা ভারতীয় অটোমোবাইল শিল্পের একটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল। এটি একটি নতুন সেগমেন্ট তৈরি করেছে।'
আরও পড়ুন: বিরল মহাজাগতিক ঘটনা ঘটছে এপ্রিলেই, একই রেখায় আসবে ৪ গ্রহ, কখন ও ൩কীভাꦜবে দেখবেন?
আর্টিগায় একটি নতুন ইঞ্জিন এবং একটি সম্পূর্ণ নতুন ট্র▨ান্সমিশন থাকছে। ফুয়েল এফিসিয়েন্সির পাশাপাশি কমফোর্ট, প্রযুক্তি এবং সুরক্ষা ফিচার্সে জোর দেওয়া হচ্ছে বলে জানান সংস্থার প্রধান।
নেক্সট-জেন কে-সিরিজ ১.৫L পেট্রোল ইঞ্💟জিন ৭৫.৮kW@6000rpm এর পাওয়ার এবং ১৩৬.৮Nm@৪৪০০rpm এর টর্ক দেবে। পেট্রল এবং সিএনজি উভꩲয় অপশনই পাবেন। নেক্সট-জেন আর্টিগায় ২০.৫১ কিমি/লিটার (পেট্রল) এবং ২৬.১১ কিমি/কেজি (সিএনজি) মাইলেজ পাবেন৷
নতুন Ertiga-র দাম ৮.৩৫ লক্ষ টাকা। ♉LXi ভ্যারিয়েন্ট থেকে লাইন আপ শুরু হচ্ছে। টপ ZXiAT ভ্যারিয়েন্টের দাম ১২.৭৯ লক্ষ টাকা।