করোনা পরিস্থিতিতে এখন অনেকটাই কমানো হয়েছে গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা পাওায়ার সময়। ফ🅘লে, এখন গ্রাহক ও ব্যাঙ্ককর্ম❀ীদের উপর কম সময়ে চাপও অনেক বেশি।
আর এমন সময়ে ডিডিটাল ব্যাঙ্কিংয়েই আরও বেশি জোর দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই উদ্যোগেরই অংশ হিসাবে এবার গ্রাহকদ🔯ের জন্য ꧟নয়া সুবিধা আনল SBI ।
এবার থেকে বাড়িতে বসেই অনলাইনে স্থানান্তরিত করা যাবে এসবিআই অ্যাকাউন্ট। মানে ধরুন, আপনার বাড়ি থেকে দূরে কোনও SBI শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে অনলাইনেই আপনার সেই অ্যাকাউন্ট বাড়ির কাছের স্টেট ব্যাঙ্কের শাখায় স্থানান্তরিত করতে পারবেন। এ🍸 বিষয়ে টুইট-ও করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে।
- কীভাবে অনলাইনে আপনার SBI অ্যাকাউন্টের শাখা স্থানান্তরিত করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড :
১. প্রথমেই লগ ইন করতে হবে -এ।
২. সেখানে 'Personal Banking' অপশনে ক্লিক করুন।
৩. User Name এবং Password ভরুন।
৪. এরপর e-Service নামে একটি ট্যাব পাবেন। সে🌄খানে ক্লিক করুন।
৫. Transfer Savings Account অপশনে ক্লিক করুন।
৬. সেখানে আপনি যে অ্যাকাউন্টটি ট্রান্সফার করতে চাইছেন সেটি ﷺদেখাবে। 🧜সেটি সিলেক্ট করুন।
৭. SBI-এর যে শাখায় আপনার অ্যাকাউন্টটি ট্রান্♊সফার করতে চাইছেন, তার 🧸IFSC কোডটি ভরুন।
৮. এরপর Confirm অপশনে ক্লিক করুন।
৯. এর কিছুক্ষণের মধ্যেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেই নম্বরটি সা﷽ইটে ভরুন। Confirm করুন।
১০.🅷 এর কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাকাꦗউন্ট ট্রান্সফার সম্পূর্ণ হবে।