বাজারে তিন꧅টি ♛নতুন প্রোডাক্ট আনল OnePlus। দুটি নতুন স্মার্টফোন এবং একটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস।
দুটি নতুন ফোন হল OnePlus 10R এবং Nord CE 2 Lite। দ🌺ুটিই 5G স্মার্টফোন।
এর পাশাপাশি Nord বাডস সিরিজের একটি নতুন TWS ইয়ারবাডস লঞ্চ করেছে। গত ﷺ২৮ এপ্রিল মোর পাওয়ার টু ইউ' ইভে𓄧ন্টে এগুলি প্রকাশ করা হয়েছিল।
OnePlus 10R-এর অন্যতম উল্লেখযোগ্য ফিচার হল এর 150W ফাস্ট চার্জিং। এত বেশি ফাস্ট চার্জিং-সহ প্রথম স্মার্টফোন এটি। অন্যদিকে Nord CE 2 Lite-এ মিড-স💫েগমেন্টেই 120Hz রিফ্রেশ রেটের মতো ফিচার্স পাবেন।
OnePlus 10R, Nord CE 2 Lite এবং Nord Buds কোম্পানির ওয়েবসাই🐈ট এবং অফলাইন স্টোরের মাধ্যমে Amazon-এর মাধ্যমে কেনা যাবে।
OnePlus 10R 5G
OnePlus 10R 5G-তে একটি হাইপারবুস্ট গেমিং ইঞ্জিন পাবেন। রয়েছে ১২ GB RAM এবং ২৫৬ GB ꧑ইন্টারনাল স্টোরেজ। প্রসಞেসর হিসাবে পাবেন MediaTek Dimensity 8100 Max।
OnePlus-এর ক্ষেত্রꦿে ক্যামেরা নিয়ে সকলের আগ্রহ থাকে। নতুন OnePlus 10R-এ একটি 50MP রেজোলিউশন ক্যামেরা রয়েছে। Sony IMX766 সেন্সর। এর সঙ্গে একটি 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে। থাকছে একটি ১৬ MP সেলফি ক্যামেরা൩।
OnePlus 10R-তে একটি ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে পাবেন। 120Hz রিফ্রেশ রেট। ৪,৫০০ mAh ব্যাটারি রয়েছে। এত দামে🧸 এটা অনেক কম মনে হতে পারে। কিন্তু এর জন্যই 150W ফাস্ট চার্জার (শুধুমাত্র এন্ডিওরান্স এডিশনে) সাপোর্ট দেওয়া হয়েছে। তবে অন্য দুই মডেলে 80W ফাস্ট চার্জার🐓 সাপোর্টেড সমর্থিত ৫,০০০ mAh ব্যাটারি রয়েছে।
এক নজরে দেখে নিন OnePlus 10R 5G-এর স্পেসিফিকেশনস:
RAM : ১২ GB
Internal Memory : ১২৮/২৫৬ GB
Processor : মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ম্যাক্স
ব্যাটারি : ৫,০০০ mAh
ডিসপ্লে : ৬.৭ ইঞ্চি
রিয়ার ক্যামেরা : ৫০+৮+২ MP
ফ্রন্ট ক্যামেরা : ১৬ MP
OS: অক্সিজেন OS 12.1
দাম (OnePlus 10R 5G Price) : দাম ৩৮,৯৯৯ টাকা (8GB𝄹 + 12💦8GB)।
আপনি কি সম্প্রতি নতুন কোনও স্মার্টফোন কিনেছেন? জানান আপনার🎃 ইউজার এক্সপিরিয়েন্স, আমাদের কমেন্ট সেকশনে।