OnePlus এবার যে কেউ কিনতে পারবে। মিড-প্রিমিয়াম সেগমেন্ট থেকে বেরিয়ে আসছে সংস্থা। OPPO-র সঙ্গে হাত মিলিয়ে সস্তার স্মা♑র্টফোন আনবে OnePlus।
Oppo-র সঙ্গে OnePlus?
হ্যাঁ, এমনটাই হতে চলেছে। ভারতে শীঘ্রই আসছে OPPO A57। সেটাকেই রিব্র্যান্ড🔯িং করে নতুন করে আনতে পারে OnePlus।
এটা বাস্তবায়িত হলে যে OnePlus সবার সাধ্যের মধ্💃যে চলে আসবে, তা ব🐽লাই বাহুল্য।
যে ফোনটার উপর ভিত্তি করে সস্তার OnePlus আসবে:
OPPO A57-র রিব্র্যান্ডিং করে ওয়ানপ্লাস আসবে বাজারে। কেমন হবে OPPO A57-এর ফিচার্স? জানতে ক্লিক করুন এই লিঙ্কে।
কী কী পার্থক্য থাকবে?
ওয়ানপ্লাসের মডেলে ওপ্পোর ColorOS-এর পরিবর্ত𝓰ে OxygenOS 12.1, কাস্টম স্কিন বুট থাকবে। ফোনটি Oppo-র꧒ পরিবর্তে OnePlus লোগো দিয়ে রিলিজ করা হবে। তাছাড়া টুকটাক হার্ডওয়্যার, সফটওয়্যার, ক্যামেরাগত পরিবর্তন থাকতে পারে।
ধীরে ধীরে কমছে দাম
দেরিতে হলেও ওয়ানপ্লাস বুঝেছে যে, ভারতে ভালো মুনাফা করতে হলে এন্ট্রি-মিড সেগমেন্টটাই ধরতে হবে। কারণ প্রিমিয়াম সেগমেন্টে এখনও 𒉰বেশিরভাগ ব্যক্তি আইফোনের দিকেই ঝোঁকেন। আর অ্যাপেলও ধীরে ধীরে দাম কমিয়ে দিচ্ছে আইফোনের। ফলে সেই সেগমেন্টে প্রতিযোগিতায় টিকে থাকা বেশ কঠিন।
সেই কারণেই ২০-৩০ হাজারের রেঞ্জের স্মার্টফোনে জোর দিয়েছে ওয়ানপ্লাস। তবে এবার ১৫ হাজার টাকার মিড স꧙েগমেন্টেও আসবে সংস্থা।