শনিবার, ১৫ মার্চ আপডেট হওয়ার কথা ছিল WhatsApp-এর নতুন প্রাইভেসি পলিসির। কিন্তু, চাপের মুখে সেই ডেডলাইন পিছিয়ে দিয়েছে সংস্থা। শুক্রবার হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ১৫ তারিখের পর নতুন পলিসিতে Agree না করা ব্যবহারকারীদেরও কোনও সমস্যা হবে না।১৫ মে-র মধ্যে নয়া প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করলে অ্যাকাউন্ট অকেজো হয়ে যাবে। এর আগে এমনটাই জানিয়েছিল সংস্থা। কিন্তু আপাতত তেমনটা হবে না বলেই আশ্বাস দিয়েছে WhatsApp কর্তৃপক্ষ।শুক্রবার সংস্থার এক মুখপাত্র জানান, 'ব্যবহারকারীদের কোনও সমস্যা হবে না। আর নয়া প্রাইভেসি পলিসিতে ব্যক্তিগত মেসেজের প্রাইভেসি ক্ষুণ্ণ হওয়ার কোনও ভয় নেই।'সংস্থা জানায়, এই কঠিন সময়ে কাজ, পরিজন ইত্যাদি ক্ষেত্রে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে নিজের স্থান বজায় রাখবে WhatsApp । ইতিমধ্যে বেশিরভাগ ব্যবহারকারীরাই নতুন প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। যাঁরা করেননি তাঁদের আবার পরে রিমাইন্ডার দেওয়া হবে।এর আগেও একবার সময়সীমা পিছিয়েছিল WhatsApp। কিন্তু তারপরে ফেব্রুয়ারি মাস থেকে আবার ব্যবহারকারীদের কাছে রিমাইন্ডার পাঠাতে শুরু করে হোয়াটসঅ্যাপ। সেখানে বার বার ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্টেটাস দেওয়ার মাধ্যমে ব্যবহারকারীদের পুরো বিষয়ে আশ্বস্ত করে সংস্থা। WhatsApp-এর নতুন প্রাইভেসি পলিসি :বিশ্বের সর্বাধিক ব্যবহৃত মেসেজিং অ্যাপের প্রাইভেসি পলিসিতে রদবদল হচ্ছে। গত বছরের শেষেই এই ঘোষণা করে WhatsApp কর্তৃপক্ষ। জানানো হয় যে এই নয়া নীতি Agree না করলে অকেজো হয়ে যাবে WhatsApp ।নয়া প্রাইভেসি পলিসির প্রকাশের পর অনেকেই এটির সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। সোশ্যাল মিডিয়ায় প্রাইভেসি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করেন অনেকে। কিন্তু, সকলকে আশ্বাস দিয়ে সংস্থা জানায়, নতুন নীতিতে ব্যবহারকারীদের কথোপকথন কখনই কোনও তৃতীয় ব্যক্তি বা সংস্থার হাতে পড়বে না।