বৃহস্পতিবার চিনে আনুষ্ঠানিকভাবে Redmi Note 11 সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ হল। তিনটি ফোন হল Redmi Note 11 5G, Redmi Note 11 Pro, এবং Redmi Note 11 Pro+। এই রেঞ্জের মাঝের সেগমেন্টের মডেল হল Redmi Note 11 Pro ।
Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+এ ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট ছাড়া বাকি ফিচার্স প্রায় একই। Redmi Note 11 Pro+তে থাকছে 120W𒆙 ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০mAh ব্যাটারি প্যাক। অন্যদিকে, Redmi Note 11 Pro-তে থাকছে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০mAh ব্যাটারি। তিনটি মডেলেই পাঞ্চ𝓰-হোল সেলফি ক্যামেরা রয়েছে।
দুটি ফোনেই জেবিএল-টিউনড𓆉 স্টিরিও স্পিকার রয়েছে। গেমারদের জন্যও দুটি ফোনই বেশ 🃏ভাল। কারণ এতে পেয়ে যাবেন ভিসি লিকুইড কুলিং সিস্টেম। ফলে ফোন চট করে গরম হবে না(যেটা নিয়ে রেডমির বেশ বদনাম রয়েছে।)
এক নজরে দেখে নিন স্পেসিফিকেশন:
১. RAM : 4/6/8 GB
২. Internal Memory : 128/256 GB
৩. Processor : অক্টা-কোর মিডিয়াটেক ড🍒াইমেনসিটি 920
৪. ব্যাটারি : 5000 mAh (67w ফাস্ট চার্জিং)
৫. ডিসপ্লে : ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি
৬. রিয়ার ক্যামেরা : 108-মেগাপিক্সেল প্রাইমার꧃ি সেন্সর।
৭. ফ্রন্ট ক্যামেরা : 16 MP
৮. OS: অ্যান্ড্রয়েড 11
দাম (Redmi Note 11 Pro Price in India) :
6GB+128GB মডেলের Redmi Note 11 Pro-র দাম CNY ১,৫৯৯ (প্রায় ১৮,৭০০ টাকা)। 8GB+128GB ভ্যারিয়েন্টের দাম CNY ১,৮৯৯ (প্রায় ২২,৩০০ টাকা) এবং 8GB+256GB ভ𓂃েরিয়েন্টের দাম CNY ২,০৯৯ (প্রায় ꧑২৪,৫০০ টাকা)।