রাশিয়া ও গুগলের মধ্যে চলমান লড়াই। ২০২🀅২ সাল থেকে রাশিয়া দুই যুদ্ধই চালিয়ে যাচ্ছে। ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইউক্রেনের সঙ্গে সরাসরি যুদ্ধের পাশাপাশি আমেরিকার সঙ্গে অর্থনৈতিক যুদ্ধ চলছেܫ রাশিয়ার। কারণ ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবার পাল্টা দিল রাশিয়া।
আমেরিকান কোম্পানি গুগলকে মোটা অঙ্কের জরিমানা করে বসেছে রাশিয়া। আমেরিকার অন্যতম বৃহৎ এই কোম্পানিকে রাশিয়া এত 🐭বড় জরিমানা করেছে যা গুণে শেষ করা যায় না। এমনকি গোটা পৃথিবীর সম্পত্ত💝ি এক করে ফেললেও কম পরে যাবে। রাশিয়ান আদালত গুগলের কাছ থেকে যে পরিমাণ অর্থ দাবি করেছে, তাতে ঠিক এতগুলো শূন্য রয়েছে যে গণনা করাও কঠিন।
আরও পড়ুন: ('এ তো টয়লেট'- ম্যাপে দীপাবলির প্রদীপ বানাতে, ৫ কিমি দৌড়োলেন ব্যক্তি! আর্ট দেখে হাসাহাস🙈ি)
গুগলের উপর ঠিক কত টাকা জরিমানা করেছে রাশিয়া
আসলে, রাশিয়ান আদালত তার আদেশে বলেছে যে গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা দিতে হবে। আর অদ্ভুতভাবে এই পরিমাণ অর্থ স⛄ারা পৃথিবীর কাছেও নেই।
কেন এত টাকা জরিমানা করেছে রাশিয়া
প্রায় চার বছর আগে শুরু দ্বন্দ্ব, যখন গুগল ক্রেমলিনপন্থী এবং সরকার-নিয়ন্ত্রিত মিডিয়া চ্যানেলের অ্যাকাউন্টগুলি ইউটিউব থেকে সরিয়ে♍ দিয়েছিল। এই অ্যাকাউন্টগুলি বিধিনিষেধমূলক আইন এবং ব্যবসায়িক নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছিল গুগল। পরবর্তীকালে, মস্কো আদালত গুগলকে এই চ্যানেলগুলি পুনরায় এই ফিরিয়ে দেওয়ার আদেশ দেয়। আদেশ অমান্য করা হলে দৈনিক ১০০,০🅷০০ রুবেল জরিমানাও আরোপ করে।
২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরꦑ পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। ইউটিউব🌜 এনটিভি, রাশিয়া ২৪, আরটি এবং স্পুটনিকের মতো অন্যান্য রাশিয়ান মিডিয়া চ্যানেলের অ্যাকাউন্টও বন্ধ করে দেয়। ইউটিউব ইউক্রেন সংঘাতে রাশিয়ার মতামত সম্পর্কিত ১,০০০ বেশি চ্যানেল এবং ১৫,০০০ ভিডিয়ো সরিয়ে দেয়। এই নিয়ে একের পর এক রাশিয়ান টিভি চ্যানেলকে গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করে। ইতিমধ্যেই, ১৭টি রাশিয়ান চ্যানেল, ইউটিউবে অ্যাকাউন্ট ফিরিয়ে আনার দাবিতে গুগলের বিরুদ্ধে মামলা করেছে। ফলে প্রতিদিনই জরিমানার পরিমাণ বাড়তে থাকে।
আরও পড়ুন: (Chal𝓰lan Scam Alert: চালানের নামে লোটা হচ্ছে লাখ টাকা! এই মেসেজ এলেই সাবধানꦍ হয়ে যান)
এদিকে, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর, গুগল রাশিয়ায় তার কার্যক্রম কমিয়ে দিয়েছিল, কিন্তু পুরোপুরি ছেড়ে যায়নি। ইউটিউব এবং গুগল অনুসন্ধানের মতো পরিষেবাগুলি এখনও রাশিয়ায় উপলব্ধ, যদিও সরক𝔍ার তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির নিয়ন্ত্রণ নেওয়ার পরে,🧔 গুগলের রাশিয়ান অফিস দেউলিয়া হয়ে গিয়েছে।