করোনা পরিস্থিতিতে বেড়েছে ভিডিয়ো কলের চাহিদা। বলা ভাল, গ্রুপ ভিডিয়ো কলের চাহিদাই বেড়েছে বেশি। অনলাইনল ক্লাস, বন্ধুদের আড্ডা থেকে অফিসের মিটিং- সবেতেই এখন ভরসা গ্রুপ ভিডিয়ো কল🌳।
ফলে গ্রুপ ভিডিয়ো কলের ফিচারে আপডেট আনছে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপ। সেই একই পথে হাঁটল টেলিগ্রামও। গ্রুপ ভিডিয়ো কল ফিচ🍌ারে নয়া আপডেট আনল জনপ্রিয় মেসেজিং অ্যাপ।
এবার থেকে একসঙ্গে ১০০০ জন পর্যন্ত ভিডিয়ো কল করতে পারবেন টেলিগ্রামে। নতুন আপডেটের পর এমনই সু🐻বিধা মিলবে টেꦫলিগ্রামে।
এই গ্রুপ ভিডিয়ো কলে সর্ব🍒োচ্চ ৩০ জন ইউজার মেসেজ ব্রডকাস্ট করতে পারবেন।
তবে টেলিগ্রামের এই ভিডিয়ো কলের প🍎রিষেবা খুব পুরনো নয়। গত জুনেই শুরু হয়েছিল টেলিগ্রামের ভিডিয়ো কল।
এছাড়াও আরও কিছু নতুন ফিচার আসছে টেলিগ্রামের আপডেটে :
ভিডিয়ো মেসেজ পাঠা🧔নোর সময়ে আগের থেকে বেশি রেজোলিউশানে রেকর্ড হবে। সেই সঙ্গে ক্যামেরা জুমও করা যাবে।
🦂ভিডিয়ো করার সময়ে ফোনে অন্য অডিয়োও ব্যাকগ্রাউন্ডে চালু রাখতে পারবেღন। অর্থাত্ ব্যাকগ্রাউন্ডে অন্য অ্যাপে কোনও গান বা মিউজিক চালিয়ে চটজলদি রিল ভিডিয়োর মতো বানাতে পারবেন।
ভিডিয়ো মেসেজ ফরোয়ার্ড ও রিওয়াইন্ড করা যাবে।