এবার গাড়ির বাজারে আসতে চলেছে বাজারের সিএনজি চালিত মোটরসাইকেল। পালসার NS400Z লঞ্চের সময়, বাজার অটোমোবাইল কোম্পানি অনুষ্ঠানিক ভাবে জানিয়েছিল, ভারতের বাজারে ১৮ জুন তাঁরা সিএনজি-চালিত মোটরসাইকেল লঞ্চ করবে। এটি শুধুমাত্র প্রথম বাজাজ সিএনজি বাইক নয়, এটি ভারতের বাজারেও প্রথম সিএনজি-চালিত ম🌳োটর সাইকেল। এই প্রথম সিএনজি বাইক 🐬আনতে চলেছে বাজাজ অটো সংস্থাটি। তাদের প্রস্তুতিও একেবারে শেষ পর্যায়ে, জানিয়েছেন বাজাজ অটোর ম্যানেজিং ডায়রেক্টর রাজীব বাজাজ।
সূত্রের খবর এই নতুন মডেলের বাইকে ডুয়েল ফুয়েল সিস্টেম দেওয়া রয়েছে। ১০০ থেকে ১২৫ সিসি-এর মাইলেজ সম্পন্ন ইঞ্জিন থাকতে পারে এই বাইকে, এমনটা অনুমান করছেন অনেক বিশেষজ্ঞ। টেস্টিং রানের সময় দেখা গেছে সিএনজি-চালিত বাইকটিতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক লাগানো হয়েছে। এছাড়াও রয়েছে মনোশক। ডিস্ক এবং ড্রাম ব্রেক সেটআপ রয়েছে এই গাড়িতে। অন্যান্য প্রচলিত জ্বালানির তুলনায় কম নির্গমনের কারণে সিএনজির ব্যবহার পরিবেশের জন্য তুলনামূলকভাবে ভালো। উপলব্ধ জ্বালানিগুলির মধ্যে একারণেই সিএনজি তুলনায় পরিবেশ বান্ধব। সিএনজি এলএনজি বা তরল প্রাকৃত♔িক গ্যাস থেকেও আসে, যা তরল আকারে একই প্রাকৃতিক গ্যাস ধারণ করে।
এই প্রথম সিএনজি চালিত বাইক বাজারে আসার খবর উচ্ছ্বসিত বাইক-প্রেমীরা। সুরক্ষার জন্য বাজাজ ব্রুজার বাইকটিতে সি𒈔ঙ্গল চ্যানেল এবিএস কিংবা কম্বো ব্রেকিং দেখা যেতে পারে। ফলে ভারতের বাজারে কিছুটা অল্প দামে একাধিক আধুনিক প্রযুক্তি সম্পন্ন সিএনজি মডেলটি ভালোই সাড়া ফেলবে, মনে করছেন বিশেষজ্ঞরা। ব্লু-টুথ কানেকটিভিও তাহলে এই মডেলটিতে। নতুন প্রযুক্তি ব্যবহারের সঙ্গে সঙ্গে মডেলটি দেখেও উচ্ছ্বসিত হবেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, এমনটাই আশা সংস্থার। সূত্রের খবর, আগামী ১৮ জুন মঙ্গলবার প্রকাশ্যে আসবে বাজাজ ব্রুজার ১২৫ সিএনজি বাইকটি। ততদিন অপেক্ষা করতেই হচ্ছে সিএনজি চালিক মোটর সাইকেল সচক্ষে দেখার জন্য।