হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট (WhatsApp Business Account) আর সাধারণ অ্যাকাউন্টে পার্থক্য রয়েছে। সাধারণ অ্যাকা🤡উন্টের থেকে আলাদা করতে বিজনেস অ্যাকাউন্টে আরও বেশ কিছু ফিচার্স যোগ করছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবসায়িক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আরও সহজতর হবে।
WABetaInfo-র তথ্যানুযায়ী বেটা ব্যবহারকারীদের ভার্সানে (Beta 2.21.13.10) নতুন একটি আপডেট টেস্ট করছে হোয়াটসঅ্যাপ। বেটা ভার্সানে জনপ্রিয় হলে তবেই সেটা পাকাপাকিভাবে হোয়াটসঅ্যাপ বিজ⛎নেসে যোগ করা হবে।
কী কী আলাদা হচ্ছে বিজনেস পেজ-এ?
১. প্রোফাইল পিকচার এখন গোল করে ক্রপ হচ🍃্ছে। অন্যান্য চৌকো ছবির থেকে এটি একেবারে আলাদা করে দিচ্ছে বিজনেস পেজকে।
২. নতুন ধরণের প্রোফাইল পিকচারে টাইটেল/ সংস্থার নাম মাঝখানে দেখানো হচ্ছে। সেই সঙ্গে অ্যাবাউট ইনফো-ও সে༺ভাবেই মিডল অ্যালাইনমেন্টে দেখানো হচ্ছে।
৩. সেই সঙ্গে যোগ হচ্ছে নতুন শর্টকাট। মেসেজ, কল এবং ফরোয়ার্ড তিনটিরই বিশেষ শর্টকাট💝 যোগ করা হয়েছে বিজনেস💙 অ্যাকাউন্টে। প্রোফাইলের তলাতেই এটি থাকছে।
৪. ফরোয়ার্ড শর্টকাটের মাধ্যমে কী হবে? এর মাধ্যমে একটি অপশনের মাধ্যমেই সহজে অ﷽ন্য কোনও ব্যক্তির সঙ্গে সেই বিজনেস পেজের ডিটেইলস শেয়ার করা যাবে।