আবারও মনে করাল Whatsapp । অ্যাকসেপ্ট করতে হবে নতুন প্রাইভেসি পলিসি। আর তা না করলেই বন্ধ হয়ে যাবে পরিষেবা।চলতি বছরের শুরু থেকে এই রিমাইন্ডার দেখানো শুরু করে মেসেজিং অ্যাপটি। প্রথম রিমাইন্ডারে সময়সীমা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বেঁধে দেওয়া হয়।তবে, সে সময়ে প্রবল বিতর্কের সম্মুখীন হয় সংস্থা। অনেকেই নতুন প্রাইভেসি নীতির বিরুদ্ধে সরব হন। ব্যক্তিগত কথোপকথোনের এনক্রিপশান বিঘ্নিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় জনরোষের ফলে সময়সীমা পিছিয়ে দেয় সংস্থা।নয়া নীতিতে কোনওভাবেই প্রাইভেসি ক্ষুণ্ণ হবে না বলে জানায় সংস্থা। স্টেটাস আকারে সেই আশ্বাসবাণী প্রচারও করে Whatsapp ।এবার আরও একবার সেই মেসেজ প্রদর্শন শুরু করেছে Whatsapp । সেখানে জানানো হয়েছে আগামী ১৫ মে-র মধ্যে নয়া প্রাইভেসী পলিসি অ্যাকসেপ্ট না করলে বন্ধ হয়ে যাবে পরিষেবা। সঙ্গে এটাও জানানো হয়েছে যে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথোনের প্রাইভেসি নীতি থাকছে আগের মতোই। হচ্ছে না কোনও বদল। সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নয়া নীতি অ্যাকসেপ্ট না করলেও সাময়িকভাবে কল ও নোটিফিকেশন মিলবে। কিন্তু, মেসেজ-এর জন্য হোয়াটস্যাপ ব্যবহার করা যাবে না। সময়সীমা পার হওয়ার পরও অ্যাকসেপ্ট করতে পারবেন প্রাইভেসি নীতি। সেক্ষেত্রে আবার আগের মতোই ব্যবহার করতে পারবেন মেসেজিং অ্যাপটিকে।