আগামী কয়েক বছরের মধ্যে ভারতে 5G-র প্রসার হবে বলে মনে করা হচ্ছে। ফলে সেই বাজারে আগেভাগেই প্রবেশ করতে শুরু করেছে বেশিরভাগ সংস্থাই। সেই পথেই এগোচ্ছে চিনা সংস্থা Xiaomi-ও । শুক্রবার ভারতে প্রকাশ্যে এল Xiaomi Mi 11X ।একইসঙ্গে এদিন Xiaomi Mi 11X-এর আরও একটু আপগ্রেডেড ভার্সান Xiaomi Mi 11X Pro লঞ্চ করে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত দুটি স্মার্টফোনেরই প্রিঅর্ডার করা যাবে।দুটি ভেরিয়েন্টে মিলবে Xiaomi Mi 11X । একটি 6GB +128GB এবং অপরটি 8GB +128GB ।এক নজরে দেখে নিন Xiaomi Mi 11X-এর স্পেসিফিকেশন :RAM : 6 GB /8 GBInternal Memory : 128 GBProcessor : Snapdragon 870ব্যাটারি : 4,520mAh 33 W ফাস্ট চার্জিংডিসপ্লে : 6.67-inch FHD+ E4 AMOLEDরিয়ার ক্যামেরা : 48MP প্রাইমারি সেন্সর + 8MP ওয়াইড অ্যাঙ্গেল + 5MP ম্যাক্রো সেন্সরদাম : Xiaomi Mi 11X-র দাম শুরু হচ্ছে ২৯,৯৯৯ টাকা থেকে(6GB +128GB)।