বাংলা নিউজ > বিষয় > Migrants
Migrants
সেরা খবর
সেরা ভিডিয়ো
✱পরিযায়ী শ্রমিকরা যারা লকডাউনে কাজ হারিয়েছেন, তাদের জন্য বিশেষ প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী। গরীব কল্যান রোজগার অভিযানের আওতায় ৫০ হাজার কোটি টাকার এই বিশেষ প্রকল্প। আগামী ১২৫ দিন ধরে ছটি রাজ্যের ১১৬ জেলায় এই প্রকল্প চলবে।
😼পুরোপুরি একমুখী ভাবে যুদ্ধকালীন তত্পরতায় কাজ হবে এটিতে। পরিযায়ীদের কাজ দেওয়ার জন্য।
ꦗবিহারের খাগারিয়া জেলার তেলিহার গ্রাম থেকে এই প্রকল্প চালু হয়েছিল। উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় এই প্রকল্পের আওতায় পরিযায়ীদের কাজ দেওয়া হবে। তথ্য না দেওয়ায় পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করা হয়নি বলে আগেই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
সেরা ছবি
২০২৪ সালের ১১ মার্চ থেকে সিএএর আওতায় নাগরিকত্বের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে রাজস্থানে বিপুল সংখ্যক শরণার্থীকে সমস্ত নথি সংক্রান্ত বিষয়ে সাহায্য করে চলেছে যোধপুর, বারমেঢ়. জয়শলমীরের বহু সংগঠন।