Serum institute of india
সেরা খবর
সেরা ভিডিয়ো
কয়েক সপ্তাহের🌳 মধ্যেই করোনা টিকা প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এখন সরকার করোনা টিকা বণ্টন ও টিকাকরণ প্রক্রিয়া কি ভা𒅌বে হবে, তার চূড়ান্ত রূপরেখা তৈরি করতে ব্যস্ত। ইতিমধ্যেই রাজ্যগুলির কাছে নির্দেশিকা চলে গিয়েছে।
নির্বাচন যে ভাবে সংগঠিত হয়, সেই ভাবেই দেওয়া হবে করোনা টিকা। অর্থা𝓡ৎ প্রতি বুথে দেওয়া হবে টিকা। প্রাথমিক ভাবে একশো জনকে দেওয়া হবে এই টিকা। পরে সবকিছু ঠিকঠাক তাহলে সংখ্যাটি দুশো অবধি করা যেতে পারে বলে রাজ্যদের জানিয়েছে কেন্দ্র। সব মিলিয়ে কয়েক মাসের মধ্যে তিন কোটি মানুষকে টিকা দিতে চায় সরকার। এর জন্য ছয় কোটি ডোজ জোগাড় করা হচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে জানিয়েছেন যে প্রথমে কোভিড যোদ্ধারা টিকা পাবেন। তারপর পাবেন ফ্রন্টলাইনে যারা কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে। তারপর ৫০ বা ৬০ ঊর💦্ধ্ব যারা আছেন তাদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সেরা ছবি
মঙ্গলবারই আদার পুনাওয়ালা টুইটে জানিয়েছিলেন যে Covovax এখন ভারতে শিশুদের জন্য উপলব্ধ। ১২ থেকে ১৭ বছর বয়সীরা এই টিকಌা নিতে পারবেন।