Updated: 09 Apr 2020, 07:51 PM IST
HT Bangla Correspondent
করোনা মহামারি থেকে বাঁচার জন্য অধিকাংশ নাগরিক যখন চার দেওয়ালের মধ্যে বন্দি, তখন রাস্তায় বেরোতে হচ্ছে অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের। এরকমই এক গোষ্ঠী হল দমকলকর্মী,যারা জীবানুনাশক স্প্রে করছেন শহরের অলিতে-গলিতে করোনাভাইরাসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। শিলিগুড়ির দমকলকর্মীরা গো ব্যাক করোনা গান গেয়ে শুরু করেন তাদের কাজ। জানালেন, এই বিপদের সময় রাস্তায় বের হতে ভয় লাগে। তাই গান গেয়েই একে অপরকে মনোবল বাড়াচ্ছেন।