বাংলা নিউজ >
দেখতেই হবে >
Aparajita Adhya: 'আমার সেই আদুরে মেয়েবেলা...' কিশোরী বয়সে রবীন্দ্রজয়ন্তীর স্মৃতি ভাগ অপরাজিতার
Updated: 10 Jul 2024, 05:32 PM IST
লেখক Ranita Goswami
এই ছবিগুলি পোস্ট করে অপরাজিতা আঢ্য ক্যাপশানে লেখেন, ‘আমার সেই আদুরে মেয়েবেলা, অদূরে দাঁড়িয়ে আছে… ছোটবেলার রবীন্দ্রজয়ন্তী ঘিরে কত স্মৃতি; নাচের তালিম, গানের মহড়া… পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু একটু করে গড়ে তোলা প্রস্তুতির আনন্দ অবসর।। খুব মনে আছে এমনই এক রবীন্দ্রজয়ন্তীর দিন, অনুষ্ঠান চলতে চলতেই লম্বা একটা লোডশেডিং হলো! কিন্তু আমাদের শিশু মনের উদ্যমে সব প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে হারিকেন জ্বালিয়ে অনুষ্ঠান করলাম আমরা… এ যেন সে দিনের কথা… স্মৃতির সোনায় যত্নে রাখা আমার মেয়েবেলা, মনে পরে সেই সব দিন।’
______________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: //www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: //twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: //www.instagram.com/htbangla/?hl=en