বাঁকুড়ার পাত্রসায়েরের ৩০০ বছরের প্রাচীন এই পুজোর পরম্পরা কী?
Updated: 14 Sep 2022, 08:36 PM IST লেখক Sritama Mitra ঠিকানা বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের হদলনারায়নপুর গ্রাম। সেখানে রামপুর বড় মন্ডল দেবোত্তর এস্টেটের পরিবারিক দুর্গাপুজো ꦐএলাকায় বেশ সুপ্রসিদ্ধ। স্থানীয় সূত্র বলছে, এই বনেদী বাড়ির পুজোর বয়স ৩০০ বছর পার করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, বিষ্ণুপুর মল্ল রাজ গোপাল সিং এর আমলে এই পুজোর সূচনা। পুজোর চারদিন চলে নানান অনুষ্ঠান। পরম্পরা মেনে বাড়িতে ভোগ রান্না হয়। রয়েছে একসঙ্গে আহারে বসার আয়োজন। এই পুজোর বিশেষত্ব কী। কোন রীতিত🤪ে পালন হয় পুজো? সব মিলিয়ে আপাতত পুডোর প্রস্তুতি ঘিরে এই বাড়িতে সাজো সাজো রব।