পুজোর মাঝেই বন্ধ হবে বেসরকারি বাস পরিষেবা! আর্তি বাস মালিকদের
- বেসরকারি বাস মালিকদের দাবি সত্ত্বেও সরকার বাসভাড়া বাড়াচ্ছে না। এদিকে রকেট গতিতে ডিজেলের দাম বাড়ছে। করোনা আবহে রাস্তায় যাত্রী সংখ্যাও কম। আগের ভাড়াতে কম যাত্রী নিয়ে বাস চালাতে গিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে মালিকদের।