Covid-19: গরম বাড়লেই কি কমবে করোনাভাইরাসের প্রভাব?
Updated: 10 Apr 2020, 09:04 AM IST HT Bangla Correspondent গরম পড়লে কিছুটা হলেও কমবে করোনার প্রভাব, অনেক বিশেষজ্ঞ এটা বলেছিলেন। কিন্তু এবার মার্কিন বৈজ্ঞানিকদের একটি উচ্চ-পর্যায়ের কমিটি সেই রকম কোনও সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। এই প্যানেলই আগে বলেছিল যে কথা বলা,🍷 নিশ্বাস নেওয়ার মাধ্যমেও করোনা ছড়াতে পারে। আগে মাস্ক পরা নিয়ে কড়াকড়ি না করলেও, এখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ෴িকা দেওয়া হয়েছে মাস্ক পরার জন্য। দি👍ল্লি, মুম্বই সহ অনেক জায়গায় এটিকে বাধ্যতামূলক করা হয়েছে। গবেষণায় উঠে আসছে চড়া তাপমাত্রায় নির💟্মূল হবে করোনা, এমন কথা নিশ্চিত কর বলা যাবে না। এসি থাকা হসপিটাল, মল, অফিস হয়ে যেতে পারে সংক্রমণের কেন্দ্রস্থল। তাই সামাজিক দূরত্বই একমাত্র উপায়।