Updated: 13 Feb 2020, 12:51 PM IST
HT Bangla Correspondent
ক্রমশ ভয়াল আকার নিচ্ছে করোনাভাইরাস। বেগতিক দেখে হু... more
ক্রমশ ভয়াল আকার নিচ্ছে করোনাভাইরাস। বেগতিক দেখে হুবেই শহরের শাসককে সরিয়ে দিল চিন। হুবেইয়ের উহান শহর হচ্ছে করোনাভাইরাসের গ্রাউন্ড জিরো। অন্যদিকে আগামী দুই সপ্তাহের জন্য ওয়ারটাইম কনট্রোল চালু হয়েছে হুবেইতে। এর ফলে মেডিক্যাল কর্মী ছাড়া কেউ প্রবেশ বা বেরোতে পারবেন না। চিনে এখনও পর্যন্ত মারা গিয়েছে ১৩৬৮ ব্যক্তি। সাংঘাংইয়ের মেয়র ইং ইয়ংকে হুবেইয়ে কম্যুনিস্ট পার্টির প্রধান হিসাবে ঘোষণা করা হয়েছে। সরানো হল শিয়াং চাওলিয়াংকে। ক্লিনিক্যাল ডায়গোনাইজড রোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করায় এক ধাক্কায় বাড়ল মৃত্যুর সংখ্যা।