Updated: 16 Mar 2020, 06:34 PM IST
HT Bangla Correspondent
করোনাভাইরাস সংক্রমণ রুখতে এক জায়গায় পঞ্চাশ জনের বে... more
করোনাভাইরাস সংক্রমণ রুখতে এক জায়গায় পঞ্চাশ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করেছে দিল্লি সরকার। একমাত্র ছাড় বিয়ের ক্ষেত্রে। এটি যে শাহিন বাগের বিক্ষোভের জন্যেও প্রযোজ্য, সাফ জানিয়ে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে এখনও সাতজনের করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। এর ফলে ঝুঁকি নিতে নারাজ আপ সরকার। কিন্তু কেজরিওয়ালের ফরমান মানতে নারাজ দিল্লিতে সিএএ বিরোধী প্রতিবাদে সামিল শাহিন বাগের আন্দোলনকারীরা। শাহিন বাগ বিক্ষোভের মিডিয়া কোর্ডিনেটর কাজি ইমাজ বলেছেন যে আইপিএল ইত্যাদি বিনোদনের অঙ্গ, কিন্তু তাদের প্রতিবাদ বাঁচার লড়াই। দুটিকে গুলোলে চলবে না, বলে কাজির দাবি। সুপ্রিম কোর্ট না বললে তারা সরবেন না, সাফ জানিয়ে দিয়েছেন, শাহিন বাগের আইনি দলের সদস্য আনওয়ার সিদ্দিকি। সিএএ পাশ হওয়ার পর গত বছরের ১৫ ডিসেম্বর থেকে রাস্তা আটকে শাহিন বাগে বিক্ষোভ চালাচ্ছে প্রতিবাদীরা।