Covid-19: হামাগুড়ি, ফ্রগ জাম্প, নানান ভাবে লকডাউন ভঙ্গকারীদের শিক্ষা দিচ্ছে পুলিশ
Updated: 26 Mar 2020, 10:13 PM ISTকরোনাভাইরাস রোধে ২১ দিনের দেশব্যাপী লকডাউন চলছে। এর জেরে খুব প্র⭕য়োজন না থাকলে বাইরে বেরোনো নিষেধ। কিন্তু কিছু লোক তবুও নিজেদের খেয়ালখুশি মতো বেরিয়ে পড়ছেন। এদের শায়েস্তা করতে অনেক রকম উদ্ভা𓆏বনী পন্থা বার করছে বিভিন্ন রাজ্যের পুলিশ। রাজস্থানের প্রতাপগড়ে, আইন ভঙ্গকারীদের ব্যাঙের মতো লাফাতে বাধ্য করে পুলিশ। অন্যদিকে উত্তরপ্রদেশের বাদাউনে রাস্তা দিয়ে নিজেদের বাড়ির পথে যাওয়া মুটে মজদুরদের জোর করে হামাগুড়ি দিতে বাধ্য করায় পুলিশ। তবে অনেক ক্ষেত্রে অযথা বলপ্রয়োগ করছে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে। তার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে।