নির্দিষ্ট সময়ের থেকে অন্তত ৫ দিন দেরিতে কেরলে ঢুকছে বর্ষা। শুক্রবার এমনই পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। গত বুধবার জারি এক পূর্বাভাসে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, সময়ের ৪ দিন আগে ১৬ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছব🐬ে বর্ষা।
সাধারণত ১ জুন কেরলে পৌ🧜ঁছয় বর্ষা। তবে এবার তা ৫ জুন পৌঁছতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে পূর্বাভাস সর্বোচ্চ ৪ দিন কম বা বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
চলতি বছর ২২ মে আন্দামানে বর্ষা আসতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছিল মৌসম ভবন। কিন্তু বুধবার তারা জানায়, সময়ের আগে🎶 সেখানে আসবে বর্ষা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের জন্য আন্দামানে বর্ষার আগাম আগমন ঘটবে বলে জানা💯নো হয়।
গত বছরও সময়ের আগে ১৮ মে আন্দামানে এসেছিল বর্ষা। যদি💧ও গতবছর কেরলে বর্ষা ঢোকে ৮ জুন। সাܫধারণত ৭ জুন কলকাতায় বর্ষার আগমন হয়। তবে গত বছর কলকাতায় বর্ষা এসেছিল প্রায় ১ সপ্তাহ দেরিতে। বর্ষার প্রথম দিকে পশ্চিমবঙ্গজুড়ে বৃষ্টিপাতের ঘাটতিও ছিল মারাত্মক।
নির্দিষ্ট সময়ের থেকেꦇ অন্তত ৫ দিন দেরিতে কেরলে ঢুকছে বর্ষা। শুক্রবার এমনই পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। গত বুধবার জারি এক পূর্বাভাসে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, সময়ের ৪ দিন আগে ১৬ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছবে বর্ষা।
সাধারণত ১ জুন কেরলে পৌঁছয় বর্ষা। তবে এবার তা ৫ জুন পৌঁছতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে পূর্বাভাস সর্বোচ্চ ৪ দিন কম বা বেশি হতে পারে বল🃏ে উল্লেখ করা হয়েছে।
চলতি বছর ২২ মে আন্দামানে বর্ষা আসতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছিল মৌসম ভবন। কিন্তু বুধবা𝔉র তারা জানায়, সময়ের আগে সেখানে আসবে বর্ষা🥀। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের জন্য আন্দামানে বর্ষার আগাম আগমন ঘটবে বলে জানানো হয়।
গত বছরও সময়ের আগে ১৮ মে আন্দামানে এসেছিল বর্ষা। যদিও গতবছর কেরলে বর্ষা ঢোকে ৮ জুন। সাধারণত ৭ জুন কলকাতায় বর্ষার আগমন হয়। তবে গত বছর কলকাতায় বর্ষা এসেছিল প্রায় ১ সপ্তাহ দেরিতে। বর্ষার প্রথম দিকে পশ্চিমবঙ্ꦰগজুড়ে বৃষ্টিপাতের ঘাটতিও ছিল মারাত্মক।