Updated: 29 Oct 2024, 09:33 PM IST
Laxmishree Banerjee
জাগ্রত, মালদহের হবিবপুর ব্লকের মানিকোড়া ডাকাত কালী। কথিত রয়েছে, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে পুনর্ভবা নদী পেরিয়ে এসে, সূর্য ওঠার আগেই পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেত ডাকাতরা। ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলে ঘেরা এই পরিত্যক্ত পুজোর বেদি খুঁজে পান। শুরু হয় দেবীর পুজো। কথিত রয়েছে, চক্ষুদানের সময় দেবীমূর্তি দুলতে থাকে। তাই আগে শেকল দিয়ে বাঁধা হতো প্রতিমাকে। এখন আর সেই নিয়ম নেই। এই কালীপুজোকে ঘিরে, টানা সাত দিন ব্যাপি বিশাল মেলার আয়োজনও করে থাকেন গ্রামের বাসিন্দারা। মায়ের ভক্তের দল অজস্র।