Updated: 26 Jun 2020, 11:20 AM IST
লেখক Arghya Prasun Roychowdhury
কেন্দ্রীয় সরকারের অনুমোদন না নিয়েই করোনা চিকিত্সার জন্য করোনিল ওষুধ বার করা কথা জানিয়েছিল পতঞ্জলি। এই নিয়ে রীতিমত বিতর্ক শুরু হয়েছে। পতঞ্জলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে উত্তরাখণ্ড সরকার। কড়া প্রতিক্রিয়া দিয়েছে আয়ুষ মন্ত্রকও। এবার সেই প্রসঙ্গে নিজেদের অবস্থান একটু লঘু করল পতঞ্জলি।
সংস্থার সিইও আচার্য বালকৃষ্ণ বলেন যে সমস্ত নিয়ম কানুন মেনেই করোনিল বানানো হয়েছে। আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক বলেছিলেন যে পতঞ্জলির বিজ্ঞাপন দেওয়া উচিত হয়নি। সেই প্রসঙ্গে, বালকৃষ্ণের যুক্তি-আমরা তো বিজ্ঞাপন দিইনি, শুধু লোকজনদের ক্লিনিক্যাল ট্রায়ালের কথা বলেছি। প্রসঙ্গত বাবা রামদেবের পতঞ্জলি দাবি করেছে যে করোনা চিকিত্সায় ১০০ শতাংশ কার্যকরী করোনিল। মাত্র সাত দিনেই মানুষ সুস্থ হয়ে যাবে বলে পতঞ্জলির দাবি। দেখুন পুরো ভিডিও।