গন্ধ শুঁকে করোনার সংক্রমণ ধরে ফেলছে ভারতীয় সেনার কুকুর, দেখুন ভিডিয়ো!
Updated: 10 Feb 2021, 03:50 PM IST লেখক Ayan Das ঘাম বা মূত্রের নমুনা গন্ধ শুঁকেই চিহ্নিত করতে পারবে করোনাভাইরাসের সংক্রমণ - সেজন্য দুটি কুকুরকে প্রশিক্ষণ দিল ভারতীয় সেনা। আপাতত সিপপিপারাই এবং ককার স্প্যানিয়াল প্রজাতির দুটি কুকুরকে 🌌(ক্যাসপার এবং জয়া) প্রশিক্ষণ দেꦇওয়া হয়েছে। সেনার কর্নেল সুরেন্দর সোনি জানিয়েছেন, এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী, ৯৫ শতাংশ ক্ষেত্রে সঠিকভাবে করোনার সংক্রমণ ধরতে পেরেছে কুকুররা। আপাতত সেই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের দিল্লি এবং চন্ডীগড়ে মোতায়েন করা হয়েছে। আরও দেখুন ভিডিয়োয় -