'হাম দো, হামারা দো'-চারজন চালাচ্ছে ভারত, সংসদে অভিযোগ রাহুলের
Updated: 12 Feb 2021, 12:38 PM IST HT Bangla Correspondent আলোচনা করার কথা ছিল বাজেট নিয়ে। কিন্তু নিজের বক্তব্যে প্রায় কোনও🦋 কিছুই বাজেট নিয়ে বললেন না রাহুল গান্ধী। কৃষি আইন নিয়ে কেন পৃথক আলোচনা হয়নি, তার প্রতিবাদꩵেই এই সিদ্ধান্ত বলে বক্তব্যের শেষে জানান রাহুল। প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে বলেছিলেন যে কৃষি আইনে ঠিক কী নিয়ে সমস্যা, সেটি বুঝিয়ে বলছে না বিরোধীরা। এদিন তাই সেই বিষয়টি নিয়ে কথা বলেন রাহুল। তিনি বলেন যে চারজন লোক মিলে ভারত চালাচ্ছে। দুটি ব্যবসায়ীর স্বার্থেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই আইনগুলি চালু হলে মান্ডিগুলি ধ্বংস হয়ে যাবে ও ছোটো চাষী ও ছোটো ব্যবসায়ী বাজে ভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি জানান। তাঁর অভিযোগ, দেশে এখন হাম দো, হামারা দো চলছে। কৃষিপণ্যের দামও অনেকটা বাড়বে বলে তাঁর অভিযোগ। তিনি বাজেট নিয়ে কেন বলছেন না, এই নিয়ে হই হট্টগোল করেন বিজেপি সাংসদরা। বক্তব্যের শেষে মৃত কৃষকদের স্মৃতিতে এক মিনিটের মৌনতা পালন করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।