Updated: 02 Jan 2021, 10:32 PM IST
HT Bangla Correspondent
সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব বলেছেন যে তিনি বিজেপির করোনা টিকা নেবেন না। তাঁরা ক্ষমতায় এলে বিনামূল্যে টিকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে অখিলেশ বলেন যে তিনি এখনকার সরকারের ওপর ভরসা করতে পারছেন না। এই নিয়ে সরগরম এখন জাতীয় রাজনীতি।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন যে অখিলেশ যাদব বাস্তবে চিকিৎসক ও বিজ্ঞানীদের অপমান করছেন এরকম কথা বলে। আরেক বিরোধী নেতা জাতীয় কনফারেন্সের ওমর আবদুল্লাও ঘুরিয়ে অখিলেশের অবস্থানের বিরোধিতা করেছেন। তিনি বলেন সম্ভব হলে তিনি অবশ্যই টিকা দেবেন। করোনা টিকা কোনও বিশেষ ব্যক্তি বা দল নয়, সারা দেশের সম্পত্তি বলে মনে করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ইতিমধ্যেই দুটি টিকার জন্য সবুজ সঙ্কেত এসে গিয়েছে বিশেষজ্ঞ কমিটির থেকে। সারা দেশ জুড়ে টিকার ড্রাই রানও হয়েছে।