বাজপেয়ীর জন্মবার্ষিকীতে অটল ভূজল যোজনা চালু করলেন মোদী
Updated: 25 Dec 2019, 04:38 PM ISTপ্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে অটল ভূজল যোজনা আনুষ্ঠানিক ভাবে চালু করলেন নরেন্দ্র মোদী। এদিন চাষীদে🍎র এমন ফসল ফলানোর আপিল করেন মোদী, যাতে কম জল লাগে। একই সঙ্গে প্রযুক্তির সাহায্যে জলের অপচয় রোখার ওপরেও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। ধান, আখের মতো 🃏ফসলে অনেক জল লাগে যাতে ভূগর্ভে জলের স্তর আরও নেমে যায়। এই জন্যেই বৃষ্টির জল সঞ্চয় করে কৃষিতে লাগানো সহ অন্যান্য জল সংরক্ষণের বিষয় চাষীদের জানতে হবে বলে জানান মোদী। হরিয়ানা যেভাবে চাষীদের সাহায্য করছে বিকল্প ফসল ফলানোর ক্ষেত্রে যেগুলিতে জল কম লাগে, সেই মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী। আগামী পাঁচ বছরের মধ্যে জলস্তর বৃদ্ধির উদ্দেশে কাজ করবে অটল ভূজল যোজনা।কম করে সাতটি রাজ্যে এই প্রকল্প চালু করা হবে।