Video: 'সাপ্লিমেন্টাল' অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ী হুগলির পিয়ালী!
Updated: 26 May 2022, 08:33 PM ISTআরও এক বাঙালি মেয়ের জয়ের উপাখ্যান। এবার দেশকে নতুন করে গর্বে ভরিয়ে তুললেন হুগলির চন্দননগরের পিয়ালী বসাক। রবিবার, সকাল পৌনে নটায় এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন পিয়ালী। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি সাপ্লিমেন্ট অক্সিজেন ছাড়া জয় করেছেন এভারেস্ট। চন্দননগরের কানাইলাল প্রাথমিক স্কুলে বর্তমানে চাকরিরতা পিয়ালী। তবে পেশা স্কুলে হলেও নেশা কিন্তু পাহাড়। বলছেন তাঁর বꦆাড়ির সকলে। নিজে খুব ভালো আঁকতে পারেন। মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট। আইস স্কেটিং এ রাজ্যের প্রথম মহিলা খেলোয়ার। বাবা তপন বসাক অসুস্থ তাঁকে নিয়ে হাসপাতাল দৌড়াদৌড়ি লেগে থাকে। তবে সেই লড়াইতেও দমে যাননি পিয়ালী। মেয়ের সাফল্যে খুশিতে চোখে জল চলে আস🉐ে মায়ের।