দিল্লির সিলমপুরে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, পুলিশ চৌকিতে আগুন
Updated: 17 Dec 2019, 07:11 PM ISTফের উত্তাল দিল্লি। এবার উত্তর-পূর্ব দিল্লির সিলমপুরে পুলিশ চৌকিতে আগুন ধরিয়ে দিল বিক্ষোভকারীরা। পুড়ল বাস, বাইক। দেদার ইঁটবৃষ্টিও হল পুলিশকে লক্ষ্য করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। মঙ্গলবার দুপুরে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই খণ্ডযুদ্ধ। চারিদিকেও তখন শুধু কালো ধোঁয়া। দুজন ট্র্যাফিক পুলিশের বাইক জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। সিসিটিভি ক্যামেরাও উপড়ে নিয়ে যায় তারা। এরপরে বিশাল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন দুপুর বারোটা নাগাদ প্রতিবাদ শুরু হয়। ক্রমে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় যখন প্রায় ৩০০০ বিক্ষোভকারী জড়ো হয়ে যায়। বারবার তাদের শান্ত হওয়ার আবেদন জানালেও কোনও কাজ হয়নি। হঠাত্ করে শুরু হয় ইঁটবৃষ্টি। তাদের শান্ত করতে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। পুলিশ চৌকিতে আগুন ধরিয়ে দেয় তারা। কিছু পুলিশকর্মী এতে আহত হয়েছেন।। রাফের বাসকেও ছাড়েনি বিক্ষোভকারীরা।অনেক চেষ্টার পর পরিস্থিতি আয়ত্বে আসে। স্থানীয় মসজিদ থেকেও জনগণকে শান্ত করার আপিল করা হয়েছে। স্থানীয় আপ বিধায়ক হাজি ইশরাকও শান্তির বার্তা দিয়েছেন। রবিবার রাতে জামিয়ায় গণ্ডগোলের পর এদিন ফের হিংসাত্মক বিক্ষোভ দেখিয়ে দিল যে যাবতীয় শান্তির আপিল সত্ত্বেও এখনই থামার কোনও লক্ষণ নেই পুঞ্জীভূত ক্ষোভের।