বাংলা নিউজ >
দেখতেই হবে >
আমাদের সংস্কারের ফলেই বিসিসিআই প্রধান হতে পেরেছেন- নিয়ম লঘু করার প্রসঙ্গে সৌরভকে একহাত নিলেন বিচারপতি লোধা
Updated: 11 Dec 2019, 06:16 PM IST
HT Bangla Correspondent
মাঝখানে কয়েক বছর ভারতীয় ক্রিকেটে শেষ কথা ছিলেন বিচ... more
মাঝখানে কয়েক বছর ভারতীয় ক্রিকেটে শেষ কথা ছিলেন বিচারপতি লোধা। বিসিসিআইতে বিভিন্ন সংস্কারও করেছিলেন তিনি। এখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমলে বহু নিয়ম লঘু করার প্রস্তাব উঠেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কুলিং পিরিয়ডের নিয়ম বদলানো। যার ফলে মেয়াদ বাড়তে চলেছে সৌরভের। এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিচারপতি লোধা। তাঁদের সংস্কারের রোডম্যাপ বদলের সম্ভাবনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেন তিনি। জয় শাহ বিসিসাআই সচিব, সেই নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।