By Soumick Majumdar
Published 22 Jan, 2023
Hindustan Times
Bangla
বড় বড় প্রযুক্তি সংস্থায় হাজার-হাজার কর্মী ছাঁটাই!
মহামারীর সময়ের মতো তুমুল বিনিয়োগ ও ব্যবসা নেই। মন্দার ভয়ও রয়েছে। এমন সময়ে খরচ কমাতে মরিয়া ছোটো-বড় প্রযুক্তি সংস্থাগুলি।
প্রযুক্তি সংস্থার অন্যতম বড় ব্যয় হয় কর্মীদের বেতনে। তাই 'অতিরিক্ত' কর্মী কমিয়ে খরচে সামাল দিতে চাইছে সংস্থাগুলি।
Microsoft-এর মতো নামজাদা সংস্থাও ১০,০০০ কর্মীকে বরখাস্ত করার পথে হেঁটেছে।
Google-এ প্রায় ১২,০০০ কর্মী বসিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়ে ইমেল করেছেন খোদ সংস্থার প্রধান সুন্দর পিচাই।
ইমেলে সুন্দর পিচাই জানান, 'এই সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন ছিল। আমি আন্তরিকভাবে দুঃখিত।'
নভেম্বরে প্রায় ১১,০০০ কর্মীকে বরখাস্ত করেছে Meta । ফেসবুকের মালিক সংস্থা এটি। সংস্থার ইতিহাসে এই প্রথম এত 'গণছাঁটাই' করা হল।
Amazon থেকেও প্রায় ১৮,০০০ কর্মীকে বসিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে ভারতেই চাকরি হারাতে 𝕴পারেন প্রায় ১,০০০ কর্মী।
ক্লিক করুন