Hindustan Times
Bangla

আপনার বাড়ির ছোট্ট সদস্যের নাম কী রাখবেন বুঝে উঠতে পারছেন না? তাহলে বেশি চাপ না নিয়ে ভরসা রাখুন গীতায়। এখানে আজও এমন একাধিক নাম রয়েছে যা জনপ্রিয় তো বটেই আবার ভীষণই ট্রেন্ডিং এবং সুন্দর। তাহলে দেখুন আপনার সন্তানের জন্য কোন নামটি পছন্দ হচ্ছে। 

১. অচ্যুত:  শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে অচ্যুত। এর অর্থ হল যাকে পরাজিত করা যায় না। 

২. অর্জুন:  এই নামের নিশ্চয় কোনও ব্যাখ্যা লাগে না। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র হলেন ইনি। 

৩. কর্তব্য:  দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়। ফলে আপনার ছোট্ট সোনার জন্য কিন্তু এই নাম দারুণ হতে পারে। 

৪. করুণ: এই নামটিও নামকরণের সময় মাথায় রাখতে পারেন। এর অর্থ ক্ষমা এবং সহানুভূতি। 

৫. কেশব:  কথাটির অর্থ যাঁর চুল ঘন এবং লম্বা। শ্রীকৃষ্ণের অপর নাম এটি। 

৬. পলাশ:  বাঙালির কাছে দোল উৎসব এবং পলাশ এমন সমার্থক। ফলে এই নামটা কিন্তু আজও সমান জনপ্রিয়। এটাকে বাছতে পারেন সন্তানের জন্য। 

৭. গীতাংশু:  গীতার অংশ বোঝাতে এই শব্দ ব্যবহৃত হয়। সন্তানের জন্য এই নামটিও কিন্তু আদর্শ হয় পারে। 

৮. গৌরব:  শ্রীকৃষ্ণের অপর নাম হল গৌরব। গর্ব বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।