By
Published 25 Jan, 2023
Hindustan Times
Bangla
ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ আছে এই ১০ তারকার উপর
শুধু পাঠান নয়, দীপিকার গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা, পদ্মাবত, বাজিরাও মস্তানি নিয়ে উঠেছিল অভিযোগ।
বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের মতো দলগুলির তরফে শাহরুখ খানের পাঠান বয়কটের ডাক তোলা হয়েছিল।
২০১৬ সালে বাবা গুরমিত রাম রহিম সিং-কে খারাপ অবস্থায় দেখানোর জন্য মৌনি রায়কে গ্রেফতারের দাবি উঠেছিল।
পিকে ছবিতে হিন্দু দেবতাদের নিয়ে ঠাট্টা করার জন্য কড়া নিন্দা হয়েছিল অভিনেতা আমির খানের।
অনুষ্কার প্রযোজিত পাতাল লোক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল শিখ সম্প্রদায়।
কাশ্মীরি পণ্ডিত হত্যা আর গরুপাচার সন্দেহে মুসলিমদের আক্রমণ একই অপরাধ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন দক্ষিণের সাই পল্লবী।
হালেলুজা শব্দটি নিয়ে মস্করা করার কারণে খ্রিস্টান সম্প্রদায়ের রোষের মুখে পড়েছিলেন রবিনা ট্যান্ডন।
'তাণ্ডব' সিনেমায় হিন্দু দেবতাদের খারাপ আলোয় দেখানোর অভিযোগে এফআইআর হয়েছিল সইফ আলি খানের নামেও।
প্রথমে নিখিল জৈন, পরে যশ দাশগুপ্তর সঙ্গে বিয়ের কারণে মুসলিম-রোষে পড়তে হয় নুসরত জাহানকে। শাঁখা-পলা-সিঁদুর নিয়েও কম কটাক্ষ হয় না।
বইয়ের নাম প্রেগন্যান্সি বাইবেল রেখে সমস্যায় পড়েছিলেন করিনা কাপুর খান। তাঁর নামে অভিযোগ দায়ের করেছিল কিছু খ্রিস্টান দল।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন