Hindustan Times
Bangla

ইংল্যান্ড বা প্যারিস থেকে বন্ধু এসেছে ভারতে? অবশ্যই ঘুরে দেখান এই শহর গুলি

নতুন দিল্লি: দিল্লিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতের বহু ইতিহাস, যা আপনি দেখাতে পারেন বন্ধুকে 

মুম্বাই: সিনেমা প্রেমী বিদেশী বন্ধুকে নিয়ে যেতে পারেন মুম্বাই, মন ভালো হয়ে যাবে তাঁর 

বেঙ্গালুরু: ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু বিদেশি পর্যটকদের কাছে একটি পছন্দের জায়গা 

চেন্নাই: খাদ্য এবং সংস্কৃতির উচ্চ সংমিশ্রণ চাক্ষুষ করাতে যেতেই হবে চেন্নাই 

হাম্পি: ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় রয়েছে এই শহর, বন্ধুকে নিয়ে যেতে পারেন এখানে 

লে, লাদাখ: সমবয়সী বন্ধু হলে একসঙ্গে চলে যেতে পারেন লে,লাদাখ 

পাটনিটপ: ট্রেকিং প্রিয় বন্ধু হলে চলে যেতে পারেন এই জায়গায়, ঘুরিয়ে আনতে পারেন বৈষ্ণোদেবী মন্দিরও 

পেহেলগাঁও: চোখের সামনে স্বর্গ দেখতে হলে যেতে পারেন এই জায়গায়

খাজিরাও: ভারতের ইতিহাসের স্থাপত্যকে চাক্ষুষ দেখতে হলে আপনাকে যেতে হবে, মধ্যপ্রদেশের এই স্থানে 

জয়পুর: গোলাপি শহর জয়পুরে ছড়িয়ে রয়েছে রাজকীয় ইতিহাসের নিদর্শন