Hindustan Times
Bangla

সুস্মিতা আর ঐশ্বর্যর ‘লড়াই’ নিয়ে কম চর্চা হয়নি এক কালে! ঘটেছিল অনেক মজার ঘটনাও

১৯৯৪ সালে ভারত প্রথম মিস ইউনিভার্স এবং দ্বিতীয়বার মিস ওয়ার্ল্ড জিতেছে। 

১৯৯৪ সালে ঐশ্বর্য রাই এবং সুস্মিতা সেন উভয়ই মিস ইন্ডিয়া প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছিলেন। দুজনেই খুব সুন্দর এবং বুদ্ধিমতি ছিলেন।

মিস ইউনিভার্সের একাধিক রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী ভালো পারফর্ম করেছিলেন। এক রাউন্ডে সুস্মিতার কাছে প্রশ্ন আসে, ভারতের টেক্সটাইল ঐতিহ্য সম্পর্কে।

প্রশ্নের উত্তরে সুস্মিতা বলেন- ভারতে পোশাকের ঐতিহ্য মহত্মা গান্ধীর আমল থেকে শুরু হয়েছে। এই প্রশ্নের উত্তর দিয়েই বিচারকদের মন জয় করে মিস ইউনিভার্সের খেতাব জয় করেন সুস্মিতা।

বলা হয়, নিজের প্রতি আস্থা থাকলে মানুষ যে কোনও কিছু করতে পারে। সুস্মিতার নিজের প্রতি সম্পূর্ণ আস্থা ছিল, মুকুট পরে নিজেই একথা জানিয়েছিলেন তিনি।

ভারতের প্রথম মিস ইউনিভার্স হয়েছেন সুস্মিতা সেন। সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং দক্ষতার জেরে এই মুকুট জিতেছেন তিনি।

একই বছর নভেম্বরে বিশ্ব সুন্দরীর খেতাব জয় করেন ঐশ্বর্য। মিস ওয়ার্ল্ডের কী কী গুণ থাকা উচিত? প্রশ্ন রাখা হয়েছিল ঐশ্বর্যকে।

এই প্রশ্নের উত্তরে ঐশ্বর্য বলেন, এখন পর্যন্ত আমি যত জন মিস ওয়ার্ল্ডকে দেখেছি এবং জানি তাঁরা সকলে দয়ালু প্রকৃতির।

এই প্রশ্নের উত্তর দিয়েই মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করেন ঐশ্বর্য। ১৯৯৪ সালের ১৯ নভেম্বর দেশের নাম আরও উজ্জ্বল করেন তিনি।

সৌন্দর্য এবং আত্মবিশ্বাসে ভরপুর সুস্মিতা এবং ঐশ্বর্য দুজনেই। দুই অভিনেত্রীর মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে?