By Sanjib Halder
Published 27 Jan, 2025
Hindustan Times
Bangla
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা গেল ২৫, ৫০০ বর্গফুটের হ্যান্ড প্রিন্টেড টিফো।
ফুটবল মাঠে ফের ইতিহাস গড়ল মোহনবাগানের সমর্থকেরা।
মেরিনার্স বেস ক্যাম্পের পক্ষ থেকে ২৫, ৫০০ বর্গফুটের টিফো নামানো হল।
মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচে এই ছবি দেখল বিশ্ব।
মোহনবাগান সমর্থকদের দাবি এটাই বিশ্বের বৃহত্তম হ্যান্ড প্রিন্টেড টিফো!
তিন সপ্তাহ ধরে এই হ্যান্ড প্রিন্টেড টিফো প্রস্তুত করা হয়েছে।
এ দিন ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগের ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হয়েছে মোহনবাগান।
এই ম্যাচের প্রথমার্ধে দুই দলই কিছু সুযোগ তৈরি করেছিল, তবে কেউই গোলের দেখা পায়নি।
প্রথম লেগে বেঙ্গালুরুর কাছে ০-৩ গোলে হারের ক্ষত এখনো দগদগে মেরিনার্সদের মনে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88