Hindustan Times
Bangla

৬ বলিউড ডিরেক্টর যাদের বিরূদ্ধ্বে অভিযোগ রয়েছে তারা নেপটিজমের ভিত্তিতে কাস্ট করেছেন মুখ্য চরিত্রকে। প্রকৃত যোগ্যতা না থাকা সত্ত্বেও স্বজনপ্রীতির কারণে  তাদেরকে ছবিতে নেওয়ার কারণে কটক্ষের শিকার হয়েছেন তারা।

করণ জোহার তার ছবি ‘ স্টুডেন্ট অফ দি ইয়ার’ এ কাস্ট করেন মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাটকে। নেটিজেনদের রোষের মুখে পরতে হয়। যদিও সময়ের সাথে সাথে অভিনয়ের জাত বুঝিয়ে দিয়েছেন আলিয়া

আদিত্য চোপড়া কে কটুক্তির মাঝে পরতে হয় বারবার। তিনি তার ভাই উদয় চোপড়াকে বলিউডের বিভিন্ন ছবিতে মুখ্য চরিত্রে কাস্ট করার কারণে ‘ভুল সিদ্ধান্ত’ নিয়েছেন এমন মন্তব্য শুনতে হয়। ভাই উদয়ও মুখ রাখতে পারেনি দাদার। 

রাকেশ ওমপ্রকাশ মেহরা , দিল্লী-৬ ছবিতে অভিষেক বচ্চন কে প্রধান চরিত্রে নেওয়ার পর প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।

  ‘দি আর্চিস’- ছবির মাধ্যমে সুহানা খান, অগস্ত্য বচ্চন ও খুশি কাপুর কে প্রথম বলিউডে প্রকাশ করেন পরিচালক জোয়া আখতার।এর কেউই দর্শকের মন জয় করতে পারেনি। তাই স্টার কিড দের কাস্ট করে রোষের মুখে পড়তে হয় পরিচলককে

সঞ্জয় লীলা বনশালি-এর নাম এই তালিকায় যুক্ত না হওয়ারই কথা। কিন্তু তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘হীরামণ্ডি’ তে তিনি তার ভাগ্নী শারমিন সেগল কে কাস্ট করে পড়েছেন চরম সমালোচনার মুখে। অন্যান্য অভিনেতারা ফাটিয়ে অভিনয় করলেও একমাত্র নিরাশ করেছে শারমিন।